ক্রিকেটারও হতে পারতেন ইরফান
২৯ এপ্রিল ২০২০ ২১:৫৬
বুধবার (২৯ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি হাসপাতালে মারা গেছেন ভারতের খ্যাতনামা অভিনেতা ইরফান খান। ৫৩ বছর বয়সী গুণী এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে উপমহাদেশ জুড়ে। কিংবদন্তি এই অভিনেতার জীবনের একটা গল্প ক্রীড়ামোদিদের হয়ত চমকে দিবে। অভিনেতা না হয়ে ক্রিকেটারও হতে পারতেন ইরফান!
অভিনয়ে আসার আগে দাপিয়ে ক্রিকেট খেলতেন। ভারতের বিখ্যাত ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা সিকে নাইডু ট্রফিতেও সুযোগ মিলেছিল সম্ভাবনাময় এই অলরাউন্ডারের। কিন্তু মাত্র ৬০০ রুপির জন্য ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি।
ভারতের ইংরেজি দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়াকে নিজেই কথাটা বলেছিলেন ইরফান। মৃত্যুর পর নতুন করে কথাটা মনে করিয়ে দিয়েছে গণমাধ্যমটি।
ইরফান বলেছিলেন, ‘আমি ক্রিকেট খেলতাম। ক্রিকেটারই হতে চেয়েছিলাম। জয়পুরে আমার দলের সবচেয়ে কম বয়সী অলরাউন্ডার ছিলাম আমি। ক্রিকেটেই ক্যারিয়ার গড়ব, এমন ভাবনাই ভেবে রেখেছিলাম। সিকে নাইডু ট্রফিতে খেলার জন্য আমি নির্বাচিত হয়েছিলাম। ওই সময় আমার ৬০০ রুপির দরকার ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না ওটা কার কাছ থেকে নেব। সেদিন থেকেই সিদ্ধান্ত নিলাম। আর ক্রিকেট নয়। এমনকি কারও কাছে ৬০০ রুপি চাইনি পর্যন্ত।’
ক্রিকেটার হতে না পেরে অভিনয়ে মনোযোগ দিয়েছেন। এরপর ভর্তি হয়েছিলেন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। সেখানে থেকেই কিংবদন্তি এই অভিনেতার উঠে আসা। ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘লাইফ অব পাই, ‘জুরাসিক ওয়ার্ল্ড, ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, বিল্লু– এর মতো চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী নাম কামিয়েছেন ইরফান।
ইরফান খান ক্রিকেটার হতে পারতেন বলিউড অভিনেতা মৃত্যু বরণ করেছেন