নিউজিল্যান্ডের বর্ষসেরা রস টেলর, টেস্টে সাউদি, আম্পায়ার কিম
১ মে ২০২০ ১৩:৩১
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পর বর্ষসেরা ক্রিকেটারের তকমাও বাগিয়ে নিলেন অভিজ্ঞ কিউই ব্যাটসম্যান রস টেলর। জিতলেন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। তার সঙ্গে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টিম সাউদি। আর বর্ষসেরা আম্পায়ার হয়েছেন কিম কটন, যিনি প্রথম কোনো কিউই নারী আম্পায়ার হিসেবে কোনো বিশ্বকাপ ফাইনালে (নারী টি-টোয়েন্টি ফাইনাল) দায়িত্ব পালন করেছেন।
করোনাভাইরাসের কারণে ক্রিকেটহীন সময়টাতে ’পুরস্কার সপ্তাহ’ পালন করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পুরস্কার সপ্তাহে একেক দিন একেক ক্যাটাগরিতে বর্ষসেরার নাম ঘোষণা করেছে তারা। সপ্তাহের শেষ দিনে শুক্রবার (১ মে) টেস্ট ও আম্পায়ারের পাশাপাশি বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বোর্ডটি।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করে কিউই ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে বর্ষসেরার খেতাব পান বিশ্বকাপের সেরা কেন উইলিয়ামসন। আর টি-টোয়েন্টিতেও বর্ষসেরা হয়েছিলেন রস টেলর। আজ সব ফরম্যাট মিলিয়ে বর্ষসেরার স্যার রিচার্ড হ্যাডলি মেডেলটাও উঠলো টেলরের হাতেই।
গত বছর নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। পুরো বছরে তিন ফরম্যাট মিলিয়ে টেলর রান করেছেন ১৩৮৯। এর মধ্যে টেস্টে ৩৯ দশমিক ৩০ গড়ে ৫১১, ওয়ানডেতে ৪৯ দশমিক ৯১ গড়ে ৫৪৯ এবং টি-টোয়েন্টিতে ৩০ গড়ে তার রান ৩৩০। বিশ্বকাপেও ছিলেন দুর্দান্ত। নিউজিল্যান্ডের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে বড় অবদান ছিল তার। এসব বিবেচনাতেই কেন উইলিয়ামসনকে দর্শক বানিয়ে সব ফরম্যাট মিলিয়ে বর্ষসেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে টেলরকে।
এমন অর্জনে টেলর স্বাভাবিকভাবেই বেশ খুশি। স্মরণীয় দিনে আলাদাভাবে স্মরণ করেছেন মেন্টর মার্টিন ক্রোকে। টেলর বলেন, ‘আমি নিশ্চিত তিনি (ক্রো) তিনি এটা দেখে গর্বিত হবেন। মার্টিন আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছেন এবং স্বাধীনভাবে খেলার সাহস জুগিয়েছেন। তিনিই আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন নতুন মাইলফলকের জন্য।’
নিউজিল্যান্ড ক্রিকেটের যে কিংবদন্তির নামে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটি ঘোষণা করা হয়, সেই স্যার রিচার্ড হ্যাডলিও ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন রস টেলরকে। তিনি বলেন, ১৪ বছর ধরে তোমার ক্রমোন্নতির ধারা দেখছি। আজ পর্যন্ত তোমার যে পারফরম্যান্স, যা কিছু অর্জন, সবকিছুর জন্য তোমাকে অভিনন্দন জানাই।
হ্যাডলি আরও বলেন, তুমি একজন অতুলনীয় পারফরমার। তোমার রেকর্ড অসামান্য। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে আমি তোমাকে কেবল নিউজিল্যান্ড নয়, বিশ্ব ক্রিকেটে অবদান রাখার জন্যই অনেক অনেক ধন্যবাদ জানাই।
এদিকে, টেস্টের বর্ষসেরা টিম সাউদির গত বছরটিও কেটেছে দারুণ। মাত্র ২১ দশমিক ৪৭ গড়ে ৪০ উইকেট ঝুলিতে নিয়েছিলেন অভিজ্ঞ এই কিউই পেসার।
টেস্টে বর্ষসেরার খেতাব জেতার পর সাউদি প্রতিক্রিয়ায় বলেন, টেস্ট ফরম্যাটে পারফরম্যান্স করাটা সবসময়ই আনন্দদায়ক। গত বছরের পরিসংখ্যানও ভালো। তবে দিন শেষে বলতে হয়, এসব সংখ্যা-পরিসংখ্যানের পেছনে বড় অবদান কিন্তু টিমমেটদের। ফিল্ডাররা যেভাবে ক্যাচ ধরে থাকে, অন্য প্রান্তের বোলার যেভাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করে থাকে, এগুলোর অবদান অস্বীকার করার মতো নয়। বলতে গেলে পুরোটাই টিম এফোর্ট। এই পুরস্কারও তারই প্রতিফলন মাত্র।
টেলরের মতো সাউদির ঝুলিতেও এ বছর জমা হয়েছে দুইটি পুরস্কার। এর আগে, বুধবার সাউদিকে ফার্স্ট ক্লাস ক্যাটাগরিতেও বর্ষসেরা ঘোষণা করা হয়েছিল।
বর্ষসেরা আম্পায়ার কিম কটনের অবদানও কম নয়। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের পক্ষে প্রথম নারী হিসেবে তিনি এ কৃতিত্ব দেখান।
কিম বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে বলেন, খুব ব্যস্ত সময় কেটেছে, তবে তা সম্পূর্ণভাবে উপভোগ করেছি।
ফাইনালে দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, যখন আমাকে ফাইনালের দায়িত্ব পালন করতে বলা হলো, কিছুটা চমকিত হয়েছিলাম। ওই অভিজ্ঞতা ছিল অসাধারণ। ফাইনাল ম্যাচে মাঠের সার্বিক পরিবেশ, গ্যালারির শোরগোল ছিল কল্পনাতীত। ম্যাচটি আগাগোড়াই উপভোগ করেছি এবং এর অংশ হতে পারাটা ছিল দারুণ ব্যাপার।
কিম কটন টিম সাউদি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বর্ষসেরা ক্রিকেটার রস টেলর স্যার রিচার্ড হ্যাডলি মেডেল