Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের শ্রীলংকা সফর আগামি বছরের জানুয়ারিতে


২ মে ২০২০ ১৫:৪৯

গেল মার্চে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকায় অবস্থান করছিল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তবে করোনাভাইরাসের ভয়াল থাবায় সিরিজ বাতিল করে দেশে ফিরে যেতে হয়েছিল ইংলিশদের। মার্চে লংকায় ১০দিনের ক্যাম্প করেছিল ইংলিশরা। আর সেই সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছিল জো রুটের দল। তবে সে সময় সিরিজ পিছিয়ে গেলে নতুন ভাবে এই সিরিজের সময় নির্ধারণ করেছে দুই বোর্ড। আগামি ২০২১ সালের জানুয়ারিতে ইংল্যান্ড দল আবারো শ্রীলংকা সফরে যাবে এবং সিরিজ সমাপ্ত করবে।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন আগামি বছরের জানুয়ারিতে ইংল্যান্ড দল আবারো তাদের দেশ সফরে আসবে এবং সিরিজ শেষ করবে।

ডি সিলভা বলেন, ‘আমরা বাতিল হওয়া সব সিরিজ পুননির্ধারণের জন্য কাজ করে যাচ্ছি। এর মধ্যেই ইংল্যান্ডের সঙ্গে সিরিজের নতুন করে সময় ঠিক করা হয়েছে, আগামি বছরের জানুয়ারিতে টেস্ট সিরিজ আয়োজিত হবে কিন্তু তারিখটা এখনো ঠিক করতে পারিনি আমরা।’

তিনি আরো বলেন, ‘একই সময়ে আমরা স্থগিত হওয়া সিরিজগুলোকে পুনরায় নতুন সময়ে আয়োজন করার কথাও ভাবছি। আমরা দেখছি কোনো সময় খালি পেলেই সেখানেই স্থগিত হওয়া সিরিজ খেলবো। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধের সিরিজটা নিয়েও ভাবছি আমরা। খালি সময় পেলেই এই সিরিজটাও আয়োজন করব আমরা।’

যদিও শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানাচ্ছে ইংল্যান্ড দল তাদের সঙ্গে আগামি বছরের জানুয়ারিতে টেস্ট সিরিজ খেলবে কিন্তু ওই সময়েই ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ইংলিশদের।

অবশ্য কেবল ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজ নিয়ে ভাবছে না লংকান ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে আগামি জুলাই থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে শ্রীলংকার। সেই সিরিজ নিয়েও ভাবছেন বলে জানিয়েছেন অ্যাশলে ডি সিলভা। এখন পর্যন্ত তারা এই দুটি সিরিজ আয়োজনের কথা মাথায় রেখেছেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইংল্যান্ড বনাম শ্রীলংকা ইংল্যান্ডের শ্রীলংকা সফর শ্রীলংকা বনাম ইংল্যান্ড শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর