ল্যাঙ্গারের লক্ষ্য ভারত জয়
২ মে ২০২০ ১৮:২১
দক্ষিণ আফ্রিকার বিভীষিকার পর দলের হাল ধরেছিলেন জাস্টিন ল্যাঙ্গার। সেখান থেকে দলকে নতুন করে গড়ে তুলেছেন এই কিংবদন্তী। শুরুটা মসৃণ না হলেও ঠিকই দলকে ফিরিয়ে এনেছে কক্ষপথে। অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিয়েছেন হারানো সিংহাসন। টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানে তুলে এনেছেন অজিদের, সেই সঙ্গে ছিনিয়ে নিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বও। এবার অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের লক্ষ্য কেবল ভারত জয় করা।
ভারতের মাটিতে বিরাট কোহলির দলকে টেস্টে হারাতে পারলেই কেবল তার প্রতিঙ্গা রক্ষা হবে বলছেন ল্যাঙ্গার নিজেই। ভারতের বিপক্ষে তাদের মাটিতে লড়াই করাটা যে সহজ হবে না তা মনে করিয়ে দিলেন ল্যাঙ্গার। আর কোহলিদের বিপক্ষে টেস্টের শীর্ষস্থান ধরে রাখাটাই একটি বড় পরীক্ষা মনে করছেন এই অজি কোচ।
র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠে এসেও নিজেদের পা মাটিতেই রাখছেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘আমরা জানি র্যাংকিংয়ে অবস্থান পাল্টে যেতে সময় লাগে না। তবে এক নম্বরে উঠে আসতে পেরে আমরা খুশি। আমরা দল হিসেবে যে জায়গায় আসতে চাই, সেখানে পৌঁছতে গেলে এখনও অনেক কাজ বাকি। তবে আশা করি গত কয়েক বছরে আমরা ভালোই পারফর্ম করেছি। শুধু মাঠের মধ্যেই নয়, মাঠের বাইরেও।’
অবশ্য দলকে টেস্টের শীর্ষস্থানে ফিরিয়ে এনেই নিজের কাজ শেষ মনে করছেন না ল্যাঙ্গার। তিনি মনে করেন এখনো আসল পরীক্ষা বাকি রয়েছে। কারণ এই অস্ট্রেলিয়া দল নিয়ে তার যে প্রতিঙ্গা সেটা পালন করতে এখনো অনেক সময় প্রয়োজন। ল্যাঙ্গার বলেন, ‘অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো ফল করা। তবে তার পাশাপাশি ভারতকে ওদের দেশে হারাতে হবে। অস্ট্রেলিয়াতেও ওদের হারাতে হবে আমাদের। একটা সেরা দলকে হারালে তবেই নিজেদের সেরা বলা যায়। আমাদের সামনে বেশ কয়েকটা কঠিন দলকে হারানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’
সামনেই ভারতের অস্ট্রেলিয়া সফর এবং অস্ট্রেলিয়ারও ভারত সফর রয়েছে। আর নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ভারতের বিপক্ষে টেস্টে জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছেন না অজি কোচ ল্যাঙ্গার। তিনি আরো বলেন, ‘এক নম্বরে উঠে আসাটা দারুণ ব্যাপার। তবে শীর্ষস্থানে উঠে আসলে সবাই সেই দলকে হারাতে চায়। আমরা এত দিন যেটা চাইতাম। এখন আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি। তাই আমাদের নিজেদের আরও উন্নত করে তুলতে হবে।’
অজি কোচ অস্ট্রেলিয়া বনাম ভারত অস্ট্রেলিয়ান কোচ অস্ট্রেলিয়ার ভারত সফর জাস্টিন ল্যাঙ্গার ভারত জয়