Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এ যেন ভয়ংকর উইকেটের টেস্ট ম্যাচ’


৩ মে ২০২০ ১৬:১৫

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪৫ হাজার মানুষ মারা গেছেন আর এই রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ লাখ। বিশ্বজুড়ে অচল অবস্থা নেমে এসেছে, স্থগিত হয়ে আছে জনজীবন সঙ্গে ক্রীড়াঙ্গনও। কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছে গোটা বিশ্ব। আর তাই তো করোনাভাইরাসের এই মহামারির সময়টিকে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলি তুলনা করলেন ভয়ংকর উইকেটে খেলা এক টেস্ট ম্যাচের সঙ্গে। যেখানে উইকেট থেকে পেসাররা পাচ্ছেন ভয়ানক সিমিং সুবিধা আবার স্পিনাররা পাচ্ছেন ঘূর্ণি জাদু।

বিজ্ঞাপন

ফেভার নেটওয়ার্ক নামক এক প্ল্যাটফর্ম নতুন একটি অনুষ্ঠান নিয়ে এসেছে ‘১০০ আওয়ার্স ১০০ স্টার্স’। সেখানে কথা বলেন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সেখানে গাঙ্গুলি করোনাভাইরাসের এই সময়টিকে পাঁচ দিনের টেস্ট ম্যাচের সঙ্গে তুলনা করে। সেই সঙ্গে জানান এমন এক উইকেটে খেলা হচ্ছে যেখানে পেসার আর স্পিনাররা সুযোগ-সুবিধা পাচ্ছে, আর ব্যাটসম্যান হিসেবে তোমাকে শতভাগ সতর্ক থাকতে হবে। একটু এদিক সেদিক হলেই আউট হয়ে টেস্ট ম্যাচটি হেরে বসবে তুমি।

বিজ্ঞাপন

গাঙ্গুলি বলেন, ‘করোনাভাইরাসের এই সময়টা একটি ভয়ংকর উইকেটের টেস্ট ম্যাচের মতো। যেখানে প্রত্যেকটি ডেলিভারিই ভয়ংকর। আর ব্যাটসম্যান হিসেবে এখানে তোমাকে রান করতে হবে আবার সেই সঙ্গে নিরাপদও থাকতে হবে। একটা ছোট ভুলেরও এখানে কোনো ক্ষমা নেই। আর এই টেস্ট ম্যাচটা তোমাকে জিততে হবে কারণ এখানে জেতার কোনো বিকল্প নেই।’

কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন। আর তাতেই মন কাঁদছে সৌরভের। বললেন, ‘প্রতিদিনের অবস্থা দেখে আমার মন খুব খারাপ হয়। কত মানুষ কত কষ্ট করছে। কত মানুষ বাইরে এই রোগে ভুগছে। আর আমরা এখনো ভেবে উঠে পারছি না যে কীভাবে এই মহামারিকে আটকাবো। সারা বিশ্বের এই অবস্থা আমাকে খুব ভাবিয়ে তুলছে। আমরা জানি না কখন, কোথা থেকে এই মহামারি এসেছে। আমরা সম্পূর্ণ অপ্রস্তুত হয়েছিলাম।’

কেবল মন খারাপই হচ্ছে না সৌরভের, সেই সঙ্গে নিজেকে এবং পরিবারকে নিয়ে ভয়েও সময় কাটছে তার। বলেন, ‘গোটা বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে যা দেখে আমার মন খুবই খারাপ হচ্ছে কিন্তু সেই সঙ্গে আমার নিজের এবং পরিবারকে নিয়েও ভয় হচ্ছে।’

করোনাভাইরাসের শুরু থেকেই সাধারণের পাশে দাঁড়িয়েছেন সৌরভ। নিজের সাধ্যমতো সাহায্য করে যাচ্ছেন নিজ দেশের মানুষকে। কলকাতায় নিজের রাজ্যে কয়েক হাজার মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি আর সেই একই সঙ্গে নগদ অর্থ প্রদান করেছেন রাজ্য সরকারের অর্থ তহবিলে।

করোনা মোকাবিলা করোনাভাইরাস করোনাভাইরাস টেস্ট ম্যাচ প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর