Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উমরের হুমকিতেই পালিয়েছিলেন জুলকারাইন


৫ মে ২০২০ ১৬:৪৭

করোনাভাইরাসের কারণে স্থবির গোটা বিশ্ব আর স্থবির ক্রিকেটাঙ্গন। লকডাউন চলছে দেশে দেশে, আর এই লকডাউনের মধ্যেই পাকিস্তান ক্রিকেটের একের পর এক গোপন নথী ফাঁস হচ্ছে। ক’দিন আগে রানা নাভিদ জানালেন, ইউনিস খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তখনকার সিনিয়র ক্রিকেটাররা, সোমবার মোহাম্মদ আসিফ জানালেন বোর্ডের সঙ্গে যুক্ত ক্রিকেটাররাও দুর্নীতিগ্রস্ত ছিলেন। আবার নতুন করে জানা গেল পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান জুলকারনইন হায়দারের ঘটনা। উমর আকমলের হুমকির কারণেই সিরিজের মাঝপথে দলের হোটেল ছেড়ে পালিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

২০১০ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত অভিষেক ঘটে উইকেটরক্ষক ব্যাটসম্যান জুলকারনইন হায়দারের। অভিষেক টেস্টেই ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নজর কাড়েন সকলের। এরপর আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ঘটে এই উইকেটরক্ষকের। ধারণা করা হচ্ছিল তিনিই হবেন কামরান আকমালের উত্তরসূরী।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে অভিষেক হওয়ার পর ৪র্থ ওয়ানডে শেষেই টিম হোটেল থেকে কাউকে কিছু না জানিয়ে লন্ডনে পালিয়েছিলেন জুলকারনইন হায়দার। এর ১০ বছর পরে এসে জানা গেল কেন উজ্জ্বল ভবিষ্যতের সম্ভবনা ছেড়ে পালিয়েছিলেন জুলকারনইন হায়দার।

কিন্তু কেন সিরিজের মাঝে দল ছেড়ে চলে গিয়েছিলেন তিনি, তা জানা ছিল না ক্রিকেটবিশ্বের। সেই বিষটি নিয়েই মুখ খুললেন সাবেক এই উইকেটরক্ষক। জানান, উমর আকমল তাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে খারাপ পারফর্ম করার জন্য বার বার হুমকি দেন তাকে। মাঠে পানি নিয়ে এসে জুলকারনইনকে হুমকি দিতেন উমর। তাই বাধ্য হয়ে সেই রাতেই টিম হোটেল ছেড়ে লন্ডনের উদ্দেশে পালিয়ে যান জুলকারনইন হায়দার।

এ ব্যাপারে জুলকারনইন হায়দার বলেন, ‘তৃতীয় ম্যাচে উমর আকমল খেলেনি। মাঠে পানি নিয়ে এসে আমাকে বলছিল খারাপ খেলতে। কিন্তু আমি ওর কথা শুনিনি। ম্যাচ শেষে কয়েক জনের সঙ্গেই ও আমাকে হুমকি দিতে শুরু করে। সেটাই মানসিক ভাবে চাপে ফেলে দেয় আমাকে। সেই রাতেই দলকে না জানিয়ে লন্ডনে উড়ে যাই।’

কিছুদিন আগেই ম্যাচ পাতানোর সংবাদ গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় উমর আকমলকে সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

উমর আকমল জুলকারনইন হায়দার টিম ছেড়ে পালিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটে দুর্নীতি সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর