Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলামে উঠছে মাহমুদউল্লাহ-গেইল স্বাক্ষরিত ব্যাট


৫ মে ২০২০ ১৫:৫৫ | আপডেট: ৫ মে ২০২০ ১৬:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে দেশের দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন লাল সবুজের ক্রিকেটাররা। কেউ দিয়েছেন আর্থিক সহায়তা, কেউ খাবার, কেউ অর্থ-খাবার দুটোই দিয়েছেন। আবার কেউবা নিলামে নিজের প্রিয় স্মারক। এবার এই তালিকায় যুক্ত হচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। করোনায় সৃষ্ট পরিস্থিতিতে দুঃস্থদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তারা নিলামে তুলতে যাচ্ছে দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত ব্যাট।

করোনাভাইরাস প্রাদুর্ভাব ছড়ানোর শুরু থেকেই সচেতনতামূলক কাজ করে আসছে চট্টলার এই দলটি। দলের হয়ে খেলা দেশি-বিদেশি খেলোয়াড়রা সচেতনতামূলক বার্তা দিয়ে চলেছেন। এবার সিদ্ধান্ত নিয়েছে ব্যাট নিলামে তোলার। যে ব্যাটে বিপিএলের গেল মৌসুমে খেলা মাহমুদউল্লাহ, ক্রিস গেইল, ইমরুল কায়েস, লিন্ডল সিমন্সসহ দলের সকল সদস্যেরই স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞাপন

স্পৃহা বাংলাদেশ নামক এনজিও’র সঙ্গে যৌথ উদ্যোগে ই-কমার্স প্রতিষ্ঠান চলোসবাই ডট কমে ব্যাটটি আজ নিলামে তোলা হবে। বিডিং শেষ হবে ১৫ মে। কোনো ভিত্তি মূল্য নেই। তবে তাদের লক্ষ্য ৬ লাখ টাকা। যার পুরোটাই দুঃস্থ মানুষদের করোনাকালে স্বাস্থ্য সেবায় ব্যয় হবে।

মঙ্গলবার (৫ মে) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিইও সৈয়দ ইয়াসির আলম।

তিনি জানালেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিটি প্লেয়ারের স্বাক্ষরিত ব্যাটটি আমরা নিলামে তুলছি। স্পৃহা বাংলাদেশ নামক একটি এনজিও এবং আমাদের যৌথ উদোগ্যে করছি। নিলাম আজকে থেকে শুরু হয়েছে। চলোসবাই ডট কম নামের একটি সাইটে আজকে থেকে নিলাম শুরু হয়েছে। শেষ হবে ১৫ মে। এখানে কোনো ভিত্তিমূল্য নেই। টবে টার্গেট সম্ভবত ৬ লাখ। আমরা তাদের পাশেই দাঁড়াচ্ছি যারা দেশের এই পরিস্থিতিতে স্বাস্থ্য সেবাটা নিতে পারে না।’

করোনাভাইরাস ক্রিস গেইল টপ নিউজ নিলামে তোলা হবে মাহমুদুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত ব্যাট