ফিক্সারদের ডেরা ভারতে: আকিব জাভেদ
৭ মে ২০২০ ১৯:৫৪
১৯৯৮ সালে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়ীত থাকার অপরাধে ২৫ বছর বয়সেই আকিব জাভেদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটে। তবে পরবর্তী জানা যায় ১৯৯৮ সালের ম্যাচ পাতানোর সেই ঘটনায় সম্পূর্ণ নির্দোষ ছিল আকিব। এবার তিনিই বিস্ফোরক মন্তব্য করে বসলেন ম্যাচ পাতানো জুয়াড়িদের নিয়ে। আকিব বললেন ম্যাচ ফিক্সার জুয়াড়িদের ডেরাই হচ্ছে ভারত।
মাত্র ১৬ বছর বয়সেই পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে এই পেসারের। বলে দুর্দান্ত গতি সেই সঙ্গে সুইং করাতে পারতেন দুই পাশেই। আর তাই তো গোটা বিশ্বের সমীহ আদায় করে নিতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আকিব জাভেদকে। মাত্র ১০ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে খেলছেন ২২টি টেস্ট আর ১৬৩টি ওয়ানডে। টেস্টে উইকেট সংখ্যা ৫৪টি আর ওয়ানডেতে ১৮২টি।
দুর্দান্ত ক্যারিয়ারের অকাল ইতি টানতে বাধ্য হয়েছিলেন আকিব। তবে ক্রিকেট ছেড়ে আসার পরে সেই দিনগুলোর স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাকে। তাই তো সময়ে সময়ে উগরে দেন সেসব সত্য ঘটনা। বুধবার (৬ মে) পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় সে সময়ের কথাও বলেন আকিব, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আকিব বলেন, ‘আমার মনে হয় ম্যাচ পাতানো জুয়াড়িদের ডেরা হচ্ছে ভারত। আর আইপিএল নিয়েও আমার সন্দেহ আছে। ওখানেই সব থেকে বেশি ম্যাচ পাতানো হয় বলেই আমার মনে হয়।’
তিনি আরো বলেন, ‘আমি যখন ম্যাচ পাতানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম আর সবার সামনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। আমাকে আরো বলা হয়েছিল আমাকে মেরে ফেলে আমার লাশও গুম করে ফেলবে যদি আমি মুখ খুলি।’
‘ম্যাচ পাতাতে মাত্র চার পাঁচ জন ক্রিকেটারের দরকার হয়, যা ১৯৯০ সালের দিকে খুব কষ্টকর ছিল না। এছাড়াও আমি ম্যাচ পাতাতে অস্বীকার করার কারণে ওয়াসিম আকরাম আমাকে দল থেকে বাদ দিয়েছিল।’ যোগ করেন আকিব।
কেবল আকিব একাই নয় ওয়াসিম আকরামের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছিলেন সাবেক ক্রিকেটার মজিদ খান এবং রশি লতিফও। তারা অভিযোগ করেছিল ১৯৯৭-৯৮ সালের সিঙ্গার চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়াসিম আকরাম স্বেচ্ছাচারিতা করেছিল। নিজের ইচ্ছামতো ব্যাটসম্যানদের বসিয়ে রেখে নিজেই আগে ব্যাট করতে নেমে গিয়েছিল সে। এছাড়াও ড্রেসিং রুমে মোবাইল ফোন ব্যবহার করতেও দেখা গিয়েছে ওয়াসিমকে।
আকিব জাভেদ পাকিস্তানি ক্রিকেটার ভারতে ফিক্সারদের ডেরা ম্যাচ ফিক্সারদের ডেরা