লিগ হবে, সম্ভাবনা আছে: সিসিডিএম
৯ মে ২০২০ ১৩:৪১
করোনার কারণে দুইবার স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে বলে আশা করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ (সিসিডিএম)। তবে তা ঈদের ঠিক পরেই কিনা সেটা নিশ্চিত করে বলতে পারছে না, লিগের এই নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। কেননা সেজন্য তাদের সরকারি অনুমতির প্রয়োজন। আরো নির্দিষ্ট করে বললে ক্রীড়া মন্ত্রণালয়ের দিকেই তারা তাকিয়ে আছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প পরিসরে হলেও ২০১৯-২০২০ মৌসুমে খেলা মাঠে গড়ানো নিয়ে ভাবছে সিসিডিএম।
মার্চের ১৫ তারিখ মাঠে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৯-২০২০ মৌসুমের খেলা। কিন্তু ওই মাসের শুরুতেই দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকলে প্রথম রাউন্ড শেষে অনির্দিষ্ট কালের জন্য লিগ বন্ধ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ১৯ মার্চ বিসিবিতে সংক্ষিপ্ত সভাশেষে দেওয়া এই ঘোষণার সময় তিনি আরো বলেছিলেন, দেখি ১৫ এপ্রিল পর্যন্ত করোনা পরিস্থিতির উন্নতি হয় কিনা। যদি হয় তাহলে ভেবে দেখব খেলা ফেরানো যায় কিনা।
কিন্তু তখনও পরিস্থিতির উন্নতি হলো না বলে সিসিডিএম নিজেরদের মধ্যে আলোচনা করে আবার অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করে দেয়। যা এখন পর্যন্তও বলবৎ আছে। এমন পরিস্থিতিতে প্লেয়ার, ক্লাব কর্তৃপক্ষ নিদারুণ ভাবনায় দিনাতিপাত করছেন যে, আদৌ এবছর লিগ হবে কীনা। তবে গেল সপ্তাহে সরকারের নেওয়া বেশ কয়েকটি পদক্ষেপ যেমন; স্বল্প পরিসরে বিভিন্ন অফিস ও শপিং মল খুলে দেওয়ায় তাদের সেই ভাবনা দূরে সরিয়ে লিগের ব্যাপারে আশাতুর হয়ে উঠেছে।
জানা গেছে বেশ, কয়েকটি ক্লাব ও ক্রিকেটারদের একটা বড় অংশও লিগ ফেরাতে সিসিডিএমকে অনুরোধও করছেন। এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে ও করোনা পরিস্থিতি পর্যবেক্ষণপূর্বক স্বল্প পরিসরে হলেও মাঠে লিগ ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবে সিসিডিএম।
শনিবার (৯ মে) সারাবাংলাকে এতথ্য দিলেন সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন।
তিনি বললেন, ‘লিগ হবে, এমন সম্ভাবনা আছে। ঈদের পরে যদি পরিস্থিতি ভালো থাকে, সরকার বলে তাহলে। কেননা খেলাধুলা বন্ধ করেছেন মাননীয় ক্রীড়ামন্ত্রী। উনি যদি বলেন কোনো ঝুঁকি নেই সেক্ষেত্রে নিয়মকানুন মেনে খোলাগুলো চালানো যায়। আসলে বিসিবি তো সরকারেরই একটি অংশ। কিন্তু আমরা আশা করছি যেন খেলা হয়।’
‘অধিকাংশ ক্লাবও চাচ্ছে যে খেলাটা হোক কারণ তাদের অনেকেই খেলোয়াড়দের বেশ বড় অংকের টাকা দিয়েছে। আমরা চাচ্ছি কোনো ধরনের সুযোগ পেলে ছোট পরিসরে হলেও যেন লিগটা হয়। দেখি ঈদের পরে পারি কীনা। তবে আবারও বলছি নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের ওপর। ক্লাবগুলো ফোন করে, প্লেয়াররাও খেলার জন্য ফোন করে। দেখি কী করা যায়। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
ক্রীড়া মন্ত্রণালয় ঘরোয়া ক্রিকেট লিগ ডিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লিগ হবে সিসিডিএম