জকোভিচকে নিয়ম মেনে করোনার টিকা নিতেই হবে: নাদাল
৯ মে ২০২০ ১৬:৩৭
গত মার্চ মাস থেকে করোনাভাইরাসের প্রভাবে স্থগিত হয়ে আছে ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবলের সঙ্গে বন্ধ রয়েছে টেনিসও। আর ৭৫ বছরে প্রথমবারের মতো বাতিল করতে হয় উইম্বলডনও। এছাড়াও ছোট-বড় মিলিয়ে মোট ৩০টিরও বেশি টেনিস ইভেন্ট বাতিল করতে হয়েছে করোনাভাইরাসের কারণে। এর মধ্যেই বোমা ফাটিয়েছিলেন পুরুষ টেনিস খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বর্তমান বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। সংবাদমাধ্যমের সামনে ঘোষণা দেন যদি করোনাভাইরাসের টিকা আবিষ্কার হয়, তবুও তিনি সেই টিকা গ্রহণ করবেন না।
তার এই বক্তব্যে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন টেনিসের জীবন্ত কিংবদন্তী এবং সাবেক এক নম্বর তারকা রাফায়েল নাদাল। নাদাল বলেন, ‘যদি করোনাভাইরাসের টিকা আবিষ্কার হয় তবে জকোভিচকে তা নিতেই হবে। তাকে নিয়ম মানতেই হবে।’
তবে বিশ্বজুড়ে টেনিস খেলার জন্য হলেও জকোভিচকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতেই হবে। কারণ করোনাভাইরাসের টিকা আবিষ্কার হলে এটিপি এবং ইন্টারন্যাশন্যাল টেনিস ফেডারেশন এই টিকাকে বাধ্যতামূলক করলে জকোভিচকে সেই নিয়মের মধ্যে দিয়েই যেতে হবে বলে মনে করেন নাদাল।
নাদাল বলেন, ‘টেনিস খেলোয়াড়দের জন্য যদি এটিপি এবং আইটিএফ করোনার টিকা বাধ্যতামূলক করলে আমাদের সকলকে সেই নিয়ম মেনেই চলতে হবে। আর কেউই এই নিয়মের বাইরে নয়।’
স্প্যানিশ এই তারকা আরো যোগ করেন, ‘টিকা নেওয়ার জন্য কাউকে আমরা জোর করতে পারব না। এটা যার যার ইচ্ছা। সবার ইচ্ছার মূল্য আছে, স্বাধীনতা আছে। তবে নিয়ম করা হলে জকোভিচকে এই টিকা নিতেই হবে। একইভাবে আমাকেও এই টিকা নিতে হবে। সকলেই এই টিকা গ্রহণ করতে হবে।’
মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত স্পেনসহ বিশ্বের বেশিরভাগ দেশে চলছে লকডাউন। আর লকডাউন নিয়ে নাদাল বলেন, ‘এটা আসলে কিছুই না, কেবল নিয়ম পালন করা আরকি।’
সম্প্রতি স্পেনে লক ডাউনের নিয়ম ভাঙার কারণে সমালোচনার মুখে পড়েছেন জকোভিচ। জানা যায় স্পেনের একটি ক্লাব ভুল করে জকোভিচকে তাদের একটি টেনিস কোর্টে অনুশীলনের অনুমতি দেয়। আর স্পেনের সরকারি নির্দেশনা মোতাবেক আগামি ১১ মে’তে টেনিস খেলোয়াড়রা মাঠে ফিরতে পারবে।
টেনিস নাম্বার ওয়ান নিয়ম মানতে হবে নোভাক জকোভিচ ভ্যাকসিন নিতে হবে রাফায়েল নাদাল