বিপিএল বাতিল হচ্ছে কিনা সিদ্ধান্ত ১৭ মে
১১ মে ২০২০ ১৭:০২
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: করোনাভাইরাসের এই সংকটকালীনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসরটি বাতিল হবে কি হবে না সেটা ক’দিন আগে জরুরি বৈঠক ডেকে বাতিল করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিপিএল)। এবারো একটি জরুরি ডেকেছে ফেডারেশন। লক্ষ্য একটাই। লিগ সংক্রান্ত। এদিনেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি।
লিগের আলোচনাসহ সিদ্ধান্ত নিয়ে দুদিনের মাথায় আবার একটি জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি আগামী ১৭ মে (রোববার) দুপুর দু’টায় অনুষ্ঠিত হবে বলে জানায় ফেডারেশন।
এই বৈঠকের মূল আলোচনাই হবে বিপিএলের আলোচনা। ৬ষ্ঠ রাউন্ড শেষে করোনা কারণে স্থগিত করা লিগের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে। চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে বলে জানা যায়। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিবে কার্যনির্বাহীর সদস্যরা।
এদিকে এর আগে পেশাদার লিগ কমিটির মিটিংয়ে সিংহভাগ ক্লাবই লিগ বাতিলের পক্ষে অবস্থান নিয়েছিল। অন্যদিকে লিগ মাঠে রাখার আহ্বান জানিয়েছেন খেলোয়াড় ও কোচরা। পরে জরুরি বৈঠক ডেকে সেটা বাতিল করে দেয় ফেডারেশন।
সারাবাংলা/জেএইচ