প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে জুনে!
১২ মে ২০২০ ১৬:৩৬
করোনাভাইরাসের কারণে মাস দুই বন্ধ থাকার পর আবারও সরব ইউরোপিয়ান ফুটবল। জনপ্রিয় ফুটবল লিগগুলো পুনরায় শুরুর তোড়জোড় চলছে। জার্মান বুন্দেসলিগা ১৬ জুন থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি ‘আ’ লিগও জুনে শুরুর করার প্রস্তুতি নিচ্ছে সেদেশের লিগ কর্তৃপক্ষ। এবার শোনা গেল জুনে শুরু হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগও।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলা বিভাগ বড় লিগগুলোর সঙ্গে বৈঠক করেছে। তাতে তারা জুনের প্রথম থেকে খেলাধুলা চালু করার বিষয়ে কথা বলেছে।
এদিকে গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যায়ক্রমে লকডাউন তুলে নেওয়ার বিষয়ে ৫০ পাতার বিশাল নথি প্রকাশ করেছেন। তাতে ১ জুন পর্যন্ত খেলাধুলা বন্ধ রাখার কথা বলা হয়েছে। বৃটিশ গণমাধ্যমগুলো বলছে, নিষেধাজ্ঞা শেষে অর্থাৎ ১ জুনের পর থেকে দেশটিতে পুনরায় খেলাধুলা শুরু হতে পারে।
এর আগে এক বক্তব্যে বৃটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, খেলাধুলা চালু হলে মানুষের মনোবল চাঙ্গা হতে পারে, সেটা ফাঁকা মাঠে হলেও। তবে বারবারই বলা হচ্ছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য মন্ত্রণালয় সন্তুষ্ট হলে তবেই পুনরায় ফুটবল চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনাভাইরাসের কারণে গত ১৩ মার্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ইংলিশ প্রিমিয়ার লিগ। লিগ বন্ধের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল লিভারপুল। ২৯ ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দলের পয়েন্ট ছিল ৮২। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ছিল ৫৭।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত মৃতের দিক দিয়ে যুক্তরাজ্য বিশ্বের দুই নম্বরে। দেশটিতে ৩২ হাজারের বেশি মানুষ মারা গেছেন এই ভাইরাসে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজারের বেশি।
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ করোনাভাইরাস বরিস জনসন ব্রিটিশ সরকার মাঠে ফিরছে