Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কুতিনহো এখনও অবিশ্বাস্য খেলোয়াড়’


১২ মে ২০২০ ২১:৩৬

২০১৮ সালে বেশ ঢাকঢোল পিটিয়ে লিভারপুল থেকে ফিলিপে কুতিনহোকে উড়িয়ে এনেছিল বার্সেলোনা। উসমানে দেম্বেলেকে দিয়ে নেইমারের শূন্যতা পূরণের চেষ্টা করে ব্যর্থ হওয়াতে কুতিনহোকেও কিনেছিল কাতালান ক্লাবটি। এক ব্রাজিলিয়ানের শূন্যতা পূরণ করবেন অরেক ব্রাজিলিয়ান, প্রত্যাশা ছিল এমনই। কিন্তু কিসের কী!

অল্পতেই ব্রাজিলিয়ান তারকার প্রতি অতিষ্ঠ হয়ে উঠে বার্সেলোনা! পরের মৌসুমেই কুতিনহোকে ধারে বায়ার্ন মিউনিখে পাঠিয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। শোনা যাচ্ছে, ব্রাজিলিয়ান তারকাকে আর ফেরত না আনার চিন্তা করছে বার্সেলোনা। তবে বার্সেলোনার সাবেক ডাচ তারকা ফ্রান্স ডি বোয়ের বলছেন, কুতিনহো মোটেও খারাপ খেলোয়াড় হয়ে পড়েননি, কুতিনহো এখনও দুর্দান্ত ফুটবলার, স্রেফ মানিতে নিতে পারছেন না তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডি বোয়ের বলেছেন, ‘আমার মনে হয় কুতিনহো এমন একজন খেলোয়াড় যার সবই ছিল, লিভারপুলে সব বলই তার কাছে যেত। সে অনেক কম কাজ করতো ঠিক যেমনটা বার্সেলোনায় এখন মেসি করে। তারপরও আপনারা দেখছেন কীভাবে সব কাজ হয়ে যায়, অনেকটা মেশিনের মতো। কিন্তু যদি দুইজন একই ধরনের খেলোয়াড় হয় যারা সব বল চায় তাহলে তাদের দলে সে অবস্থানে থাকতে হবে। তারপর আপনি দেখবেন দল কতোটা দুর্বল হয়ে পড়ে। আমরা যেটা বার্সেলোনায় দেখেছি, সেখানে বর্তমানে একজনই করতে পারে, সে হলো মেসি। দলটি মানিয়ে নিচ্ছিল এবং যদি দুই জন খেলোয়াড়কে মানিয়ে নিতে চেষ্টা করেন তাহলে এটা অনেক কঠিন।’

ডাচ তারকা আরো বলেন, ‘আমার মনে হয় কুতিনহো অবিশ্বাস্য একজন খেলোয়াড় কিন্তু মাঝেমধ্যে সে ধাঁধার মধ্যে মানায় না। হয়তো অন্য কোনো ক্লাবে সে এটা ঠিকভাবে করতে পারবে। এর মানে সে খারাপ খেলোয়াড় নয়। এর মানে এই নয় যে তুমি বার্সেলোনায় পারছ না বলেই তুমি মহান খেলোয়াড় হয়ে গেলে।’

বিজ্ঞাপন

কুতিনহো কেন পারছেন না, তার কারণ খোঁজার চেষ্টা করেছেন বোয়ের, ‘মাঝেমাধ্যে তোমার খেলার ধরন মিলতে নাও পারে কিংবা দুর্ভাগ্যও থাকতে পারে। দুর্ভাগ্য বলব না, পাশে মেসি আছে যে তার কাজ করে যাচ্ছে। তাই তোমাকে অন্য কাজ করতে হবে এবং এটা হয়তো তার জন্য না খাপ খেতে পারে। এটা কুতিনহোর জন্য লজ্জার কিছু নেই। আমার মনে হয় সে সব ঠিক করে ফেলবে।’

ফিলিপ কুতিনহো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর