Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত সাবেক যুবা ক্রিকেটার


১২ মে ২০২০ ২২:০২ | আপডেট: ১৩ মে ২০২০ ০০:৫২

দেশের বিভিন্ন অঙ্গনের পর এবার ক্রিকেটাঙ্গনেও হানা দিয়েছে করোনা। প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ অ-১৯ ক্রিকেট দলের সাবেক পেসার ও নারী ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ আশিকুর রহমান মজুমদার। দেশের ক্রীড়াঙ্গনে করোনা সংক্রমণের ঘটনা এটাই প্রথম।

মঙ্গলবার (১২ মে) রাতে আশিক নিজেই সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গত এক সপ্তাহ ধরে জ্বর ও কাশিতে ভুগছিলাম। গতকাল পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। আমাদের বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী’র পরামর্শে আজ বিকেলে মুগদা হাসপাতারে ভর্তি হই।’

তবে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হলেও মনোবল এতটুকু হারাননি আশিক, ‘এটা এখন স্বাভাবিক ব্যাপার। মেনে নেওয়াই ভাল।’

শুধু নারী দলের সহকারী কোচই নয়, আশিক বিসিবি গেম ডেভলপমেন্ট এর কোচের দায়িত্বও পালন করেছেন। এছাড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ওল্ড ডিওএইচএসসহ প্রাইম ব্যাংক ক্রিকেট দলের সহকারী কোচ ছিলেন।

করোনায় আক্রান্ত কোভিড-১৯ বাংলাদেশ ক্রিকেট সাবেক যুবা ক্রিকেটার