২০২১ সালে ভারতেই মেয়েদের অ-১৭ ফুটবল বিশ্বকাপ
১৩ মে ২০২০ ১৩:৪৫
২০২০ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল ভারতে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ প্রশাসন ফিফা। এবার বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করেছে ফিফা। নতুন সূচিতে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি শুরু হবে ১৬ দেশের এই প্রতিযোগিতা, ফাইনাল ৭ মার্চ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতের যে পাঁচটি শহরে আগে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেখানেই মাঠে গড়াবে বিশ্বকাপ।
চলতি বছরের নভেম্বরে বসার কথা ছিল মেয়েদের বিশ্বকাপ। তবে করোনাভাইরাস আতংক ছড়ানোর পর থেকে স্থবির হয়ে পড়ে গোটা বিশ্ব। আর এমন পরিস্থিতিতে তাই সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করতে বাধ্য হয় ফিফা। যার মধ্যে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপও ছিল। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, খেলা তিন মাস পিছিয়ে গেলেও বয়সের মাপকাঠি একই রকম থাকবে। ২০০৩ সালের ১ জানুয়ারির পরে এবং ২০০৫-এর ৩১ ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, সেই ফুটবলারই একমাত্র এই টুর্নামেন্টে খেলতে পারবেন।
বিশ্বকাপের সূচি জানিয়ে ফিফা এক বিবৃতিতে দিয়েছে, দিন ঠিক হয়ে গেলেও নিয়মিত নজরদারি চলবে। আসলে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার মাথাব্যথার কারণ, এশিয়া ছাড়া বিশ্বের আর কোনো অঞ্চলেরই বাছাইপর্বের খেলা এখনও শেষ না হওয়াটা। আয়োজক দেশ হিসেবে ভারত ছাড়াও এশিয়া থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান এবং উত্তর কোরিয়া। বাকি দেশগুলি মূলপর্বে আসার কথা আফ্রিকা, ইউরোপ, ওশেনিয়া, দক্ষিণ আফ্রিকা, মধ্য ও উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও কেবল সে সব দেশে আবারো ফুটবল ফিরতে পারবে বলেই চিন্তায় ফিফা।
২০২১ সালে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ করোনাভাইরাস নতুন সূচী ফিফা বিশ্বকাপ ভারতে স্থগিত