পিসিবির চুক্তিতে নেই আমির-ওয়াহাব, সরফরাজের অবনমন
১৩ মে ২০২০ ২০:৩৩
মহামারী করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস ধরে সব ধরনের ক্রিকেট বন্ধ। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের কার্যক্রম ঠিকই চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লকডাউনের মধ্যেই ওয়ানডে অধিনায়ক নির্বাচন ও ২১ ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পিসিবি। নতুন চুক্তিতে জায়গা হয়নি দুই তারকা পেসার মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজের। অধিনায়কত্ব হারানো সরফরাজ আহমেদ ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’তে নেমে গেছেন।
গত ইংল্যান্ড বিশ্বকাাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। বিশ্বকাপের পর নেতৃত্ব হারানো সরফরাজকে চুক্তি থেকে বাদ দেওয়ার আলোচনা চলছিল পাকিস্তানি গণমাধ্যমগুলোতে। তবে শেষ পর্যন্ত অবশ্য পিসিবি তেমন সিদ্ধান্ত নেয়নি। ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ককে যেখানে পারিশ্রমিক ৭ লাখ রুপি।
চুক্তিতে বড় চমক তরুণ নাসিম শাহ। প্রথমবার সুযোগ পেয়েই ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তরুণ পেসার। অপর তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি ‘এ’ ক্যাটাগরিতে উঠে বসেছেন।
চুক্তিতে উন্নতি হয়েছে মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদের। অবনমন হয়েছে ইয়াসির শাহ ও ইমাম উল হকের। প্রথমবারের মতো ইমার্জিং ক্যাটাগরি ঘোষণা করেছে পিসিবি। যাতে জায়গা পেয়েছেন তরুণ হায়দার আলি, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফ।
উল্লেখ্য, পিসিবির ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১১ লাখ রুপি। এরপর যথাক্রমে ‘বি’ ক্যাটাগরির সাড়ে ৭ লাখ রুপি এবং ‘সি’ ক্যাটাগরির সাড়ে ৫ লাখ রুপি।
পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা:
ক্যাটাগরি ‘এ’: বাবর আজম, আজহার আলী এবং শাহিন শাহ আফ্রিদি।
ক্যাটাগরি ‘বি’: আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, আবিদ আলি, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শান মাসুদ এবং ইয়াসির শাহ।
ক্যাটাগরি ‘সি’: ফখর জামান, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, নাসিম শাহ, ইফতিখার আহমেদ এবং উসমান শিনওয়ারি।
ইমার্জিং ক্যাটাগরি: হায়দার আলি, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।
ওয়াহাব রিয়াজ কেন্দ্রীয় চুক্তি পাকিস্তান ক্রিকেট বোর্ড মোহাম্মদ আমির সরফরাজ আহমেদ