Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে বাংলাদেশ অন্যতম ধারাবাহিক দল ছিল: ডু প্লেসিস


১৩ মে ২০২০ ২৩:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগাররা। আর টুর্নামেন্ট জুড়েও বেশ দুর্দান্ত পারফর্ম করেছিল মাশরাফি বিন মুর্ত্তজার দল। আর তাই তো বাংলাদেশ দলকে টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দল হিসেবে মনে করছেন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া ফাফ ডু প্লেসিস। বুধবার (১৩ মে) তামিম ইকবালের সঙ্গে ফেইসবুক লাইভ আড্ডায় যোগ দিয়ে এমনটাই জানালেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।

ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষে সে সময় টাইগারদের ওডিআই রেকর্ড ৩৩০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। আর তাতেই ২১ রানের জয় পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

টাইগারদের এমন দুর্দান্ত ম্যাচের পর অভিভূত হয়েছিলেন ডু প্লেসিস। বিশ্বাসই করতে পারেননি যে বাংলাদেশ এমন দুর্দান্ত পারফরম্যান্স করবে। আর তাই তো স্তুতি গাওয়া ছাড়া উপায় দেখছেন না ফাফ ডু প্লেসিস। তামিমের লাইভে ডু প্লেসিস জানালেন, ‘বিশ্বকাপে আমি ভাবিনি তোমরা এত ভালো খেলবে। আমি ভেবেছিলাম তোমরা ভালো খেলবে কিন্তু ভাবিনি যে এত ভালো খেলবে। তোমরা পুরো টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দল ছিলে। তোমাদের ব্যাটিং ছিল দুর্দান্ত।’

এ সময় তামিম এই প্রোটিয়াকে প্রশ্ন করেন, ‘ফাফ! তুমি তো অনেক আগে থেকে বাংলাদেশের সঙ্গে খেলছো। তো আগে বাংলাদেশের সঙ্গে খেলা আর এখন বাংলাদেশের সঙ্গে খেলা এই দুইয়ের মধ্যে কি পার্থক্য দেখছো তুমি?’

জবাবে ডু প্লেসিস বলেন, ‘দেখো আমি অনেক দিন ধরে তোমার বিপক্ষে খেলে আসছি। আগের সময়ে তোমরা মাত্র দুই/তিনটা প্লেয়ারের খেলার উপর নির্ভর করতে। আমাদের কাজ ছিল ওই দুই/তিনটা উইকেট আগে তুলে নেওয়া। কিন্তু এখন তোমরাদের দলে অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে। এখন আমাদের সবাইকে নিয়ে ছক কষতে হয়। তোমাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে এখন। এখন তোমাদের সঙ্গে খেলাটা বেশ কষ্টকর।’

ওয়ানডে বিশ্বকাপ তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকা ফাফ ডু প্লেসিস ফেইসবুক লাইভ আড্ডায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর