হাফ পয়েন্টের জন্য স্বর্ণ হাতছাড়া, অর্ণবের রৌপ্য
৯ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৪
সারাবাংলা প্রতিবেদক
আন্তর্জাতিক পর্যায়ে এমন দুঃখে খুব কমই পুড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গণ। পুরো এক পয়েন্টও নয়, মাত্র হাফ পয়েন্টের জন্য স্বর্ণ হাতছাড়া করাটা যে কি কষ্টের তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন শ্যুটার অর্ণব।
তবে, রৌপ্য দিয়ে এ সফরে দেশের হয়ে প্রথম পুরস্কার এলো অর্ণব শাহরার লাদিফের কাছ থেকে। জাপানে অনুষ্ঠিত দশম এশিয়ান এয়ার গান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ ইয়োথ ইভেন্টে ২৪৯ দশমিক ৫ স্কোর করে রৌপ্য পদক জিতেছেন এই দেশি শ্যুটার।
তার থেকে মাত্র দশমিক ৫ পয়েন্ট বেশি পেয়ে এই ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে চীন। আর ২২৮ দশমিক ২ স্কোরে ব্রোঞ্জ জিতেছে ভারত।
এর আগে এই চ্যাম্পিয়নশিপে শুক্রবার (৮ ডিসেম্বর) দিনটা ভালো কাটেনি রিসালতুল এবং রাব্বি হাসানরা। দেশীয় এ সেরা তিন শুটারের কেউই এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেননি।
শত সংশয়ের মধ্যেও দশম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের উদ্দেশ্যে জাপানে পাড়ি দেন দেশীয় অভিজ্ঞ শুটার আবদুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমস শুটিং দলে তিনি থাকবেন কিনা, তার একটা পরীক্ষা এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ। কিন্তু সে পরীক্ষায় ভালো করতে পারলেন না গত স্কটল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী এ শ্যুটার।
শুক্রবার জাপানের সাইতামায় শুরু হওয়া এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে কেবল বাকিই নন, শুরুটা করতে পারেননি কেউই। লাল-সবুজ জার্সিধারী কোনো শুটারই ভালো পারফরমেন্স করতে পারেননি।
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের তিন শুটার আবদুল্লাহ হেল বাকি, রিসালাতুল ইসলাম ও রাব্বি হাসান মুন্নাদের কেউই ফাইনালে উঠতে পারেননি। বাকিকে ঘিরেই বেশি ছিল প্রত্যাশার আলো। এ চ্যাম্পিয়নশিপে বাকির অংশগ্রহণ প্রায় অনিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত যাওয়া হলেও দেশের অভিজ্ঞ এ শুটার ২৮ জনের মধ্যে ১২তম হয়ে বিদায় নিয়েছেন। অন্যদিকে রিসালাতুল ইসলাম হয়েছেন ১৬তম এবং রাব্বি হাসান মুন্না ১৮তম।
সারাবাংলা/জেএইচ/৯ডিসেম্বর