ভারতকে রুখে দেওয়া ম্যাচের জার্সি নিলামে তুলছেন জামাল
১৫ মে ২০২০ ০০:১২ | আপডেট: ১৫ মে ২০২০ ০০:১৯
করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে বিপদে পড়া মানুষদের সাহায্যে শুরু থেকেই নানা উদ্যোগ দিতে দেখা যাচ্ছে দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের। ব্যক্তিগত সহযোগিতা বা ফাউন্ডেশন গড়ে প্রশংসিত হয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজারা। সাকিব, মুশফিকু রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদরা ক্রিকেটীয় স্মারক নিলামে তুলে দুর্গতদের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। একই পথে হাঁটছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।
গেল বছর ভারতের বিপক্ষে সেই অবিস্মরণীয় ম্যাচের জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন জামাল। নিলামের প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে করোনায় বিপদে পড়া মানুষদের সাহাযার্থে।
গত বছরের অক্টোবরে এশিয়ান কাপ ও বিশ্বকাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচটা জেতার কথা ছিল বাংলাদেশেরই। পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলা বাংলাদেশ ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল। জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে বাংলাদেশের একমাত্র গোলটি করেছিলেন সাদ উদ্দিন। জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে একেবারে শেষ মুহূর্তে গিয়ে। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
শক্তিশালী ভারতকে ভড়কে দেওয়া সেই ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন জামাল ভূঁইয়া। বিপদে পড়া মানুষদের সাহায্যে স্মরণীয় সেই জার্সিটিই নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এ বিষয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘আমি ভারতের বিপক্ষে ম্যাচের সেই জার্সিটি নিলামে তুলতে চাই, যেন প্রাপ্ত অর্থ বাংলাদেশের দরিদ্র মানুষদের জন্য চাল, ডাল, ময়দা, পেঁয়াজ, আলু, সাবান ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস কিনতে ব্যবহার করতে পারে।’
উল্লেখ্য, দেশীয় ফুটবলের আরও কয়েকজন তারকা করোনাদুর্গতদের সাহায্যে স্মারক নিলামে তুলেছেন। কিংবদন্তি ডিফেন্ডার মোনেম মুন্নার জার্সি নিলামে তোলা হয়। শেখ মোহাম্মদ আসলাম ও আলফাজ আহমেদও তাদের জার্সি, বুট নিলামে তোলার কথা জানিয়েছেন।
জামাল ভূঁইয়া জার্সি নিলাম ভারতকে রুখে দেওয়ার ম্যাচ ভারতের ম্যাচ