কেবল বাংলাদেশেই সমর্থন পান না রোহিতরা
১৫ মে ২০২০ ২৩:৫০
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দি সাধারণ মানুষ। আর ঘরবন্দি মানুষের জন্য আনন্দময় কিছু করার উদ্দেশ্যে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেট তারকাদের নিয়ে লাইভ আড্ডার আয়োজন করেন। শুক্রবার (১৫ মে) তামিমের লাইভ আড্ডায় অতিথি হয়ে আসেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সেখানেই টাইগার সমর্থকদের ভূয়সী প্রশংসায় মাতেন রোহিত।
বিশ্বের সকল দেশের কাছে বাংলাদেশের সমর্থকদের সামনে খেলাটা বেশ কষ্টকর। এটা নতুন কিছু নয়। এর আগেও সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস তামিমের লাইভে বাংলাদেশের সমর্থকদের কথা জানিয়েছেন। আর শুক্রবার তামিমের লাইভে এসেই রোহিত শর্মাও শোনালেন বাংলাদেশের সমর্থকদের প্রশংসার বাণী।
রোহিত শর্মা বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে খেলতে যাই। আর যেখানেই খেলতে যাই না কেন সেখানেই আমরা অনেক সমর্থন পাই। কেবল বাংলাদেশেই আমরা দর্শকদের কোনো সমর্থন পাই না। আমি জানি স্টেডিয়ামের আমাদের ২শ বা ৩শ সমর্থক আছে কিন্তু বাংলাদেশের সমর্থকদের জন্য তাদের শোনা যায় না। তোমাদের সমর্থকরা তোমাদের অনেক সমর্থন দেয়।’
ভারতীয় ওপেনার সঙ্গে গলা মিলিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবালও। তিনি বলেন, ‘ হ্যাঁ আসলেই আমাদের সমর্থকরা আমাদের অনেক সমর্থন করে। সব সময় আমাদের পেছনে থেকে উৎসাহ দেয়। আমাদের সমর্থকরা অনেক আবেগি।’
টাইগার দলপতির সঙ্গে একমত রোহিত শর্মাও। বলেন, ‘আমার কাছে মনে হয় বাংলাদেশের দর্শকরা দুর্দান্ত। আমি তোমাদের ফ্যানদের মতো এমন আবেগি ফ্যান আর কোথাও দেখেছি কিনা মনে পড়ে না।’
তামিম ইকবাল তামিমের সঙ্গে লাইভ আড্ডায় বাংলাদেশের সমর্থক ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা