ভুয়া বিডারদের মুশফিকের ধিক্কার
১৫ মে ২০২০ ২৩:৪০
করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে বিপদে পড়া মানুষদের সাহাযার্থে দেশের অনেক তারকা ক্রীড়া ব্যক্তিত্বই স্মরণীয় সামগ্রী নিলামে তুলছেন। মুশফিকুর রহিম দেশের পক্ষে তার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই। যেটা বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা এল শুক্রবার (১৫ মে) রাতে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকায় স্মরণীয় ব্যাটটি কিনে নিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’। তবে তার আগে কম নাটক হলো না!
এমন মহৎ একটি উদ্যোগ নিয়েও তামাশা করেছেন অনেকে। ব্যাটের নিলামে একের পর এক ভুয়া দাম হাঁকানো হচ্ছিল। যেটা বিব্রতকর তো অবশ্যই সঙ্গে চরম অসুবিধাতেও ফেলে উদ্যোগতাদের। বাধ্য হয়ে নিলাম বন্ধও রাখতে হয়েছিল অনেকটা সময়। বিষয়টি অন্য সবার মতো বিব্রত করেছে মুশফিকুর রহিমকেও। কিছুটা রাগানিত্বও তিনি।
ফেসবুক লাইভে এসে ব্যাটের ক্রেতা হিসেবে শহীদ আফ্রিদির নাম ঘোষণা করেছেন মুশফিক। সেখানেই উঠে আসে ভুয়া দাম হাঁকানোর বিষয়টি। এক প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, ‘আপনারা জানেন যে শেষ কিছু সময় নিলামটাই বন্ধ করতে হয়েছিল। কারণ কিছু ভুয়া বিডার বিড করছিল। এমন একটা উদ্যোগে আমরা কখনোই এটা প্রত্যাশা করিনি। মানুষের উপকার করার জন্য আমরা একটা সহী নিয়ত করেছি, একটা উদ্যোগ নিয়েছি এটাকে যে কেউ কেউ ফাজলামি হিসেবে নিবে আমরা কেউই তা প্রত্যাশা করিনি। সে সকল ভুয়া বিডারদের আমি ধিক্কার জানাচ্ছি।’
এতে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন অভিজ্ঞ এই ক্রিকেটার, ‘আমি একটা ক্ষুদ্র মানুষ হয়তো আমার নামকে ছোট করেছেন সেটা বিষয় না, কিন্তু এটা বিশ্বব্যাপী দেখেছে। এই বিষয়টি অনেকেই জেনেছে। তাতে একটু হলেও বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। আমি অনুরোধ করব পরবর্তীতে যেই এমন একটি মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে আসবে তাকে অন্তত সমর্থন করবেন। আমি অনুরোধ করব পরবর্তীতে যেন এমন না হয়।’