Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাই ইন্ডিয়ান্সের ভিতটা কত মজবুত জানালেন রোহিত


১৬ মে ২০২০ ০০:২৫

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেট তারকাদের নিয়ে লাইভ আড্ডার আয়োজন করেন তামিম ইকবাল। শুক্রবার (১৫ মে) তামিমের লাইভ আড্ডায় অতিথি হয়ে আসেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সেখানে নানান বিষয়ে আলোচনার সময় উঠে আসে ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএল’র কথা। গল্পে গল্পে অধিনায়ক রোহিত জানালেন তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের কথা।

বিজ্ঞাপন

জাঁকজমকপূর্ণ আইপিএল’র দলগুলো পেশাদারভাবে কতটা শক্ত তা জানালেন গেলবারের এইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘দেখো দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স অনেক বেশি পেশাদার। আমি ২০১৩ সালের আইপিএলের মধ্যভাগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পাই। যখন ম্যানেজমেন্ট, কোচদের সঙ্গে আলোচনার টেবিলে বসলাম তখন বুঝলাম তারা আসলে কতটা পেশাদার।

রোহিত বলেন, ‘আইপিএল শেষ হলে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্মকর্তারা দুই মাসের বিশ্রাম নেয়। এরপর আবারো কাজে লেগে পড়ে। খুঁটিনাটি সবকিছু বের করে। এবছর আমরা কি কি ভুল করেছি সেগুলো বের করে সেটা সমাধান করার রাস্তা খোঁজে। আবার যে যে কাজ আমরা সঠিক করেছি সেগুলো আলাদা করে আরো উন্নতি করার চেষ্টা করে। এভাবেই তারা প্রত্যেক বছর কাজ করে থাকে।

আলোচনার এক পর্যায়ে তামিম বলেন, ‘আমি শুনেছি মুম্বাই ইন্ডিয়ান্স খুঁজে খুঁজে অনেক মেধাবী ক্রিকেটার বের করে আনে। তো যখন এরকম পরিস্থিতি হয় যে নতুন কোনো খেলোয়াড় যে এখনো আন্তর্জাতিক ক্রিকেটই খেলেনি তাকে এমন বড় একটা আসরে খেলাতে হয় অধিনায়ক হিসেবে আপনার কেমন মনে হয়?’

জবাবে রোহিত বলেন, ‘হ্যাঁ এটা সত্যি যে মুম্বাইয়ের প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার দক্ষতা অনেক ভালো। প্রত্যেক বছর দুর্দান্ত কিছু ক্রিকেটার খুঁজে বের করা মুম্বাইয়ের স্কাউটসরা। আর এটা কেবল মুম্বাইয়ের জন্যই ভালো না সেই সঙ্গে এতা ভারতীয় ক্রিকেটের জন্যও দুর্দান্ত।’

আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে নিজের আইপিএল’র সুযোগ পাওয়া সম্পর্কেও জানান তামিম ইকবাল। তামিম বলেন, ‘রোহিত ভাই আপনাকে একটা মজার কাহিনী বলি। আমি ২০১৩’তে আইপিএল খেলতে গিয়েছিলাম পুন ওয়ারিয়র্সের হয়ে। সে সময় ক্যাপ্টেন ছিলেন সৌরভ দাদা। তো সৌরভ দাদা বলছিল যে “আমি যদি তোমাদের কল দিই ভেবে নেবে তুমি কালকের ম্যাচের জন্য টিমে সিলেক্টেড।” আমি ওইদিন রাত ১টা পর্যন্ত জেগে অপেক্ষা করি কিন্তু কোনো কল আসেনি। শুধু তাই না, পুরা টুনার্মেন্টেই আর কোনো কল আসেনি, মানে আমি এক ম্যাচও খেলিনাই। তবে আমার কাছে ব্যাপারটা খুব মজার লাগছে। আর এছাড়াও আমি অনেক কিছু শিখতেও পেরেছি আইপিএল থেকে।’

বিজ্ঞাপন

আইপিএল তামিম ইকবাল তামিমের সঙ্গে লাইভ আড্ডায় ভারতীয় ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর