Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল মাদ্রিদের সমর্থক রোহিতের চোখে সেরা রোনালদো


১৬ মে ২০২০ ০০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: বুম বুম তামিম ইকবালের নিয়মিত ফেসবুক লাইভ আড্ডায় কত জানা-অজানা মজার কথাই না বের হয়ে আসছে। ক্রিকেট আড্ডায় গল্পে গল্পে উঠে আসছে অন্য খেলার প্রসঙ্গও। যেমন ভারতের ক্রিকেটার রোহিত শর্মা আগাগোড়া রিয়াল মাদ্রিদের পাগল সমর্থক। এবং যুগ ধরে চলে আসা অমিমাংসিত দ্বৈরথে রোহিত এগিয়ে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে।

লাইভ আড্ডায় সেই প্রসঙ্গ টেনে নিয়ে আসলেন তামিম। রোহিত যে রিয়াল মাদ্রিদ সমর্থক সেটা অজানা ছিল না তামিমের, ‘আমি জানি তুমি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান। ড্রেসিং রুমে আমরা রিয়াল-বার্সা নিয়ে অনেক ঝগড়া করি।’

বিজ্ঞাপন

এর পরেই রোনালদোর ফ্যান কি না জানতে চাইলে রোহিত বেশ ভালভাবেই ব্যাখ্যা দিলেন, ‘রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং। রোনালদো যা করেছে ওর ক্যারিয়ারে ওর সামনে তুমি ঝুঁকতে বাধ্য। ওর যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেখান থেকে এমন অবস্থায় পৌঁছাতে ওকে অনেক কষ্ট করতে হয়েছে।’

প্রসঙ্গক্রমে রিয়াল মাদ্রিদের প্রতি তামিমের দুর্বলতা আছে বলেও জানা গেল তার একটি গল্পে। জিদানের আমলে চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য হয়ে ওঠা মাদ্রিদের ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলেননি তামিম, ‘আমি ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগে ইউসিএল লাইভ দেখেছিলাম। ওরা দুর্দান্ত ছিল সেবার। আমার অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছিল সেবার।’

কথায় কথায় রোহিত শর্মাও তার এল ক্লাসিকো দেখার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, ‘আমারও একবার সুযোগ হয়েছে সরাসরি রিয়াল মাদ্রিদের খেলা দেখার। আমি এল ক্লাসিকো দেখেছিলাম রিয়ালের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যু তে। রিয়াল ওই ম্যাচ দুর্দান্ত খেলেছিল। বার্সাকে ২-০ গোলে হারিয়েছিল সেবার।’

সারাবাংলা/জেএইচ

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর