Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলামে উঠছে মাশরাফির ব্রেসলেট


১৬ মে ২০২০ ১৮:২০ | আপডেট: ১৬ মে ২০২০ ২১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ বছর ধরে যে সঙ্গীকে পরম যত্ন ও ভালবাসায় আগলে রেখেছিলেন, করোনা কালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সেই সঙ্গীকেই আগামীকাল নিলমে তুলতে যাচ্ছেন মাশরাফি। শিরোনাম দেখে পাঠকরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন সঙ্গীটি কি? হ্যাঁ ঠিকই ধরেছেন, সঙ্গীটি ব্রেসলেট‌!

রোববার (১৭মে) রাত সাড়ে দশটায় অকশন ফর অ্যাকশনে তার প্রিয় ব্রেসলেটটি নিলামে তোলা হবে।

শনিবার (১৬মে) খবরটি সারাবাংলা কে নিশ্চিত করেছে অকশন ফর অ্যাকশনের কো ফাউন্ডার প্রীত রেজা।

তিনি বলেন, ‘এর আগে সাকিবের ব্যাটটি যেভাবে নিলামে তোলা হয়েছিল ঠিক সেভাবেই মাশরাফির ব্রেসলেটটি আগামীকাল রোববার রাত সাড়ে দশটায় নিলামে তোলা হবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত এই অকশন ফর অ্যাকশনেই সাকিব আল হাসান তার বিশ্বকাপের ব্যাটটি নিলামে তুলেছিলেন। যার দাম উঠেছিল ২০ লাখ টাকা। এবং সেই টাকার পুরোটাই তিনি করনাকালে অসহায় মানুষের মাঝে ব্যয় করেছেন।

করোনাভাইরাসে সৃষ্ট দেশের ক্রান্তিকালে নড়াইলবাসীর আশির্বাদ হয়ে আবির্ভুত হয়েছেন মাশরাফি বিন মুর্ত্তজা। করোনাকালে স্থবির অর্থনীতিতে জেলাটির প্রায় ১২শ দুঃস্থ মানুষের খাবারের ব্যবস্থা করেছেন লাল সবুজের ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তী। কখনো বা নিজেই তাদের জন্য খাবার হাতে ছুটে গেছেন। নজর এড়ায়নি জেলার স্বাস্থ্য বিভাগও। সদর হাসপাতালের প্রবেশ দ্বারে নিজ উদ্যোগে স্থাপন করেছেন জীবাণুনাশক কক্ষ। চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ওই হাসাপাতালেই স্থাপন করেছেন, ‘ডক্টরস সেফটি চেম্বার।’ পিপিই, হ্যান্ড স্যানিটাইজার যখন যা প্রয়োজন হচ্ছে দিচ্ছেন। তার সুনজর থেকে বাদ যাননি জেলার কৃষকরাও। অল্প সময়ে যেন অধিক ধান কাটতে পারেন সেজন্য কিনে দিয়েছেন চারটি হারভেস্টিং মেশিন। এবার নিজের প্রিয় ব্রেসলেট’টি তুলছেন নিলামে।

ব্রেসলেট নিলামে মাশরাফি বিন মুর্ত্তজা

বিজ্ঞাপন

ফেক অ্যাপ চেনার উপায়
২৭ জুলাই ২০২৫ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর