Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফিফের কাছে ৩০ মিনিটেই ৬ গোল খেয়েছিলেন তামিম


১৭ মে ২০২০ ০১:১৭

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষের একঘেয়েমি দূর করার উদ্দেশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন তামিম ইকবালের। সেই অনুষ্ঠানেই শনিবার (১৬ মে) অতিথি হয়ে আসেন মুমিনুল হক, লিটন দাস এবং সৌম্য সরকার। সেখানেই জানা গেল প্লে স্টেশনে ফুটবল গেম খেলতে গিয়ে আফিফ হোসেন ধ্রুব’র কাছে ৩০ মিনিটেই ৬ গোল হজম করতে হয়েছে তামিমকে।

বাংলাদেশ দল যখন কোনো সিরিজ খেলতে দেশে বা দেশের বাইরে এক সঙ্গে থাকে তখন দলের মধ্যে অবসর সময়ে চলে প্রতিযোগিতা। অবশ্য তা ক্রিকেটীয় কোনো প্রতিযোগিতা নয় জানালেন তামিম। টাইগারদের ওয়ানডে দলপতি জানান, ‘আমরা যখন ট্যুরে থাকি তখন আমরা প্লে স্টেশনে ফুটবল খেলি। আমাদের মধ্যে সব থেকে ভালো খেলে আফিফ। যদিও এখন আফিফ আমার কাছে পাঁচটা ছয়টা করে গোল খেয়ে হারে। তবে আমার প্রশ্ন লিটনের কাছে সবাই আমার সঙ্গে খেলে কিন্তু তুই কখনো আমার সঙ্গে খেলিস না কেন?’

তামিমের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে আসল ঘটনা জানায় টাইগারদের ড্যাশিং ওপেনার লিটন দাস। তিনি বলেন, ‘আমি তাহলে আসল ঘটনা বলি। তামিম ভাই যখন প্রথম প্রথম আমার সঙ্গে খেলতে আসলেন তখন আমিও জিতি তামিম ভাইও জেতে। তবে আমি দুইটা জিতলে আর তামিম ভাই একটা জিতলে ওটা নিয়ে কেবল খোটা দিতে থাকে। এই কারণেই আমি খেলতে চাই না তামিম ভাইয়ের সঙ্গে।

অবশ্য কেবল নিজে কেন তামিমের সঙ্গে খেলতে চাননা সেটাই জানালেন না লিটন। সেই সঙ্গে জানালেন যেবার তামিম আধা ঘন্টাতেই ৬ গোল হজম করেছিল সেই ঘটনাও। লিটন বলেন, ‘আফিফের সঙ্গে আপনার (মুমিনুল হক) যদি কখনো কথা হয় তখন জিজ্ঞাসা করবেন আফিফ বলবে। যে তামিম ভাই ৩০ মিনিটে ৬ গোল হজম করেছে। কিন্তু একদিন একটা ম্যাচ জিতছে আর সেই ম্যাচ নিয়ে আফিফকে খোটা দেয়।’

লিটনের এমন অপবাদের জবাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন তামিম। তিনি বলেন, ‘আমার সঙ্গে আফিফের চুক্তি ছিল এই সিরিজে আমি তোকে একটা ম্যাচ হারাবো। আফিফ আমাদের মধ্যে সব থেকে ভালো খেলে। সবাইকে ১০-১৫টা করে গোল দেয়। তো আমি এক ম্যাচ জিতে আনন্দ করব না?’

এভাবেই চলে টাইগারদের অবসর সময়টা বিভিন্ন সিরিজের মধ্যে। পরিবার ছেড়ে হাজার মাইল দূরে দেশের হয়ে মাঠে খেলতে নামে আর ম্যাচ শেষে অবসর সময়ে এভাবেই নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেয় টাইগার ক্রিকেটাররা।

আফিফ হোসেন আফিফ হোসেন ধ্রুব আফিফের কাছে ৬ গোল তামিমের সঙ্গে লাইভ আড্ডায় ফুটবল গেম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর