Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লুজনারকে ডিরেক্টর বানালো বাংলা টাইগার্স


১৮ মে ২০২০ ১৪:১৬

একটা সময় বাংলাদেশের সম্ভাব্য কোচ হিসেবে বেশ আলোচনা হয়েছে ল্যান্স ক্লুজনারের নাম। দুই পক্ষের কথা নাকি অনেকদূর এগিয়েছিলও। পরিবারের আপত্তির কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে আসা হয়নি দক্ষিণ আফ্রিকান কোচের। তবে বাংলাদেশের সঙ্গে ঠিকই যুক্ত হলো তার নাম। আবুধাবির টি-টেন লিগের অন্যতম দল বাংলা টাইগার্সের ডিরেক্টর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজিটির মালিক বাংলাদেশি।

বিজ্ঞাপন

এক বিজ্ঞপ্তিতে ক্লুজনারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স কর্তৃপক্ষ। বাংলা টাইগার্সের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছির চৌধুরী বলেন, ‘টুর্নামেন্টে এবারের আসরেও শক্তিশালী দল গঠন করতে কাজ করে যাচ্ছে বাংলা টাইগার্স। এরই অংশ হিসেবে দলের ব্যবস্থাপনায় যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবং প্রসিদ্ধ কোচ ল্যান্স ক্লুজনার। তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এবং কোচ হিসেবে অভিজ্ঞতা বাংলা টাইগার্স দলকে সঠিক দিকনির্দেশনা দেবে বলে আমি বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

এই মুহূর্তে আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লুজনার। এর আগে জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আট বছর। তাতেই বেশ নাম কামিয়েছেন। মারমুখী ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ভুমিকা রেখেছেন। ১৯৯৬ সালে আন্তর্জাতিক অভিষেক, অবসরে গেছেন ২০০৪ সালে। এই সময়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৯টি টেস্ট ও ১৭১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ক্লুজনার।

উল্লেখ্য, গত বছর আবু-ধাবিতে প্রথমবারের মতো শুরু হয় টি-টেন লিগ। প্রথম আসরেই চমক দেখায় বাংলা টাইগার্স। খুব শক্ত দল না গড়েও আসরের তৃতীয় হয় দলটি।

গত আসরে বাংলা টাইগার্সের হয়ে দেশের ক্রিকেটারদের মধ্যে জুনায়েদ সিদ্দিকি, এনামুল হক বিজয়, আবু হায়দার, ফরহাদ রেজা, ইয়াসির আলী, আরাফাত সানি, মেহেদী হাসানরা খেলেছেন। বিদেশিদের মধ্যে ছিলেন শ্রীলঙ্কার থিসারা পেরারা ও সিহান জয়াসুরিয়া, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও রবি ফ্রাইলিঙ্ক, ইংল্যান্ডের লিয়াম প্লানকেট ও টম মরিস, পাকিস্তানের হাসান আলী, নিউজিল্যান্ডের গ্রান্ডহোম, উইন্ডিজের আন্দ্রে ফ্লেচার এবং অস্ট্রেলিয়ার জেমস ফকনাররা।

টি-টেনের আগামী আসার মাঠে গড়ানোর কথা আগামী ১৯ নভেম্বর। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের সবকটা ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে।

আফগানিস্তান ক্রিকেট দল ডিরেক্টর প্রধান কোচ বেঙ্গল টাইগার্স ল্যান্স ক্লুজনার

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর