টাইগারদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত শ্রীলংকা
১৯ মে ২০২০ ০৩:১৫
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব থেকে সফল দেশ শ্রীলংকা। আর তাই তো মাঠে ক্রিকেট ফেরানোর ব্যাপারে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। জুন মাসের শেষ ভাগে ভারত এবং জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দুটি নির্ধারিত সময়ে আয়োজন করতে ইচ্ছুক লংকান ক্রিকেট বোর্ড।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘ভারত ও বাংলাদেশ, উভয় বোর্ডের কাছে আমরা জানতে চেয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষায় আছি। এখনও পর্যন্ত বলতে পারি, সিরিজ দুটি স্থগিত হয়নি।’
অবশ্য কেবল লংকান বোর্ড চাইলেই আয়োজিত হবে না এই সিরিজ। সেই সঙ্গে ভারত এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডকেও এগিয়ে আসতে হবে এবং একমত হতে হবে লংকান বোর্ডের সঙ্গে। তবে বোর্ডগুলোর একমত হওয়ার আগে শ্রীলংকার সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
কেবল লংকান সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেই হবে না সেই সঙ্গে বাংলাদেশ সরকারকেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলতে হবে। এরপর শ্রীলঙ্কাকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।
এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের, দুই দেশের কোয়ারেনটাইন বিধিও দেখতে হবে। ওদের সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং তাতে সব প্রসঙ্গই উঠে আসছে। ক্রিকেটারের প্রস্তুতির ব্যাপারটিও ভাবতে হবে আমাদের। ক্রিকেটাররা অনুশীলনে ফিরতে পারলে সফরের অন্যান্য দিকগুলো ঠিক করতে পারি আমরা।’
জুলাইয়ে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের।
করোনাকালে টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম শ্রীলংকা লংকান ক্রিকেট বোর্ড