Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উঠতি পেসারদের প্রতি ওয়াসিমের পরামর্শ


২০ মে ২০২০ ১৩:০৭

চাকচিক্য আর অর্থের ঝনকানির কারণে বর্তমান সময়ে টি-টোয়েন্টিই সম্ভবত ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফরম্যাট। তরুণ ক্রিকেটাররা ঝুঁকছেও এদিকে। অল্প কয়েক ওভারে বোলিং বা অল্প সময় ব্যাটিং করে মোটা অঙ্কের নিশ্চয়তা এই কারণেই কিনা তরুণদের অনেকেই এখন টি-টোয়েন্টি স্পেলিস্ট হতে চান। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম তরুণদের সাবধান করেছেন এ বিষয়ে।

বিশেষ করে তরুণ পেসারদের টি-টোয়েন্টির উত্তাপে গা না ভাসাতে সরাসরিই না করেছেন ‘সুলতান অব সুইং’। মঙ্গলবার (১৯ মে) রাতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুকে লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন ওয়াসিম। সেখানে বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটও অতিথি হয়ে এসেছিলেন।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে ওয়াসিম বলেন, ‘বয়স যদি কারও ১৬ হয় তবে তাকে ভালোভাবে নজরদারিতে রাখা প্রয়োজন। কারণ সে মাত্র বেড়ে উঠছে এবং তার ইনজুরিতে পড়ার শঙ্কা প্রবল। অবশ্যই তার বোলিং করতে হবে, প্রশিক্ষণের প্রয়োজন আছে। তাকে দিয়ে দুইদিন তিনদিনের ক্রিকেট খেলানো যেতে পারে।’

ওয়াসিম বলেন, ‘এখন টি-টোয়েন্টি আছে যেখানে অর্থ, বিনোদন, খ্যাতি সবই আছে। কিন্তু আমার মনে হয় একজন উঠতি বয়সের ক্রিকেটারের পরিণত হবার জন্য দুদিন বা তিনদিনের ক্রিকেট খেলা উচিত। যদিও বর্তমানের তরুণদের টি-টোয়েন্টির প্রতি ঝোঁক বেশী। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের খুব সহজ ফরম্যাট।’

উঠতি পেসারদের পরামর্শ ওয়াসিম আকরাম তামিমের লাইভ শো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর