Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ৫০ হুইলচেয়ার ক্রিকেটারের পাশে মুশফিক


২০ মে ২০২০ ১৩:৩৯

করোনাভাইরাস এদেশে প্রাদুর্ভাব ছড়ানোর শুরু থেকেই একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে হাজির হচ্ছেন মুশফিকুর রহিম। সহানুভূতিশীল মনোভাব নিয়ে দাঁড়িয়েছেন অসহায় ও অসচ্ছ্বলদের পাশে। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার দাঁড়ালেন হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে। করোনাকালে দেশের ৫০ হুইলচেয়ার ক্রিকেটারকে দিলেন আর্থিক সহযোগিতা।

বুধবার (২০ মে) সাারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনাক মোহাম্মদ মোহসিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছি ও জাতীয় দলে আছি এমন ৫০ জনকে মুশফিক ভাই আর্থিক সহায়তা প্রদান করেছেন। সহায়তাটা রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও চট্টগ্রাম এই অঞ্চলের প্লেয়াররা পাচ্ছে। গত দুই দিন ধরে পর্যায়ক্রমে দিচ্ছি। রাজশাহী, খুলনা বাকি আছে। কালকের মধ্যে হয়ত তাদের বিকাশ নম্বরে সহযোগিতা পৌঁছে যাবে।’

দেশের ক্রান্তিকালে এই সহযোগিতা তাদের জন্য খুশির বার্তা এনে দিয়েছে বলেও জানান মোহসিন। ‘এই সহায়তায় প্লেয়াররা খুবই আনন্দিত। মুশফিক ভাইর মতো একজন মানুষ এই সহযোগিতা আমাদের দিয়েছে এটা আমাদের জন্য অনেক বড় আনন্দের খবর।’

করোনাকালে অসহায়দের জন্য মুশির সহায়তার মিশন শুরু হয়েছিল গেল মার্চে। সাধারণের সাহায্যে দিয়ে দিয়েছিলেন নিজের বেতনের অর্ধেক। এরপর নিজ জেলা বগুড়া মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মীদের জন্য পাঠিয়েছেন প্রায় ২শ পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার। তার আগে স্থানীয় কাউন্সিললের মারফত অসহায়দের মধ্যে দিয়েছেন আর্থিক সহায়তা। এখানেই শেষ নয়, ক্রিকেট বোর্ডের ৩০ নেট বোলারও তার সহযোগিতা পেয়েছেন। তারপর টেস্টে ইতিহাস গড়া ব্যাট নিলামে বিক্রি করেও সাহায্য করেছেন মুশি। এবার তার সহযোগিতা পেলেন হুইলচেয়ার ক্রিকেটের সদস্যরা।

বিজ্ঞাপন

করোনাকালে পাশে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম হুইল চেয়ার ক্রিকেটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর