Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের প্রতি আগ্রহ আছে উইলিয়ামসনেরও


২১ মে ২০২০ ১৬:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার (২১ মে) তামিম ইকবালের লাইভ শো’তে হাজির হয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নানান প্রশ্নের মধ্যে তামিম তাকে বিপিএলে খেলতে আসার আমন্ত্রণ জানান। সেখানে কিউই অধিনায়ক বলেন সময় বের করতে পারলে অবশ্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চাই।

করোনার এই সময়ে ঘরবন্দি মানুষের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ শো করে চলেছেন তামিম ইকবাল। এবার তামিমের অতিথি ছিলেন কেন উইলিয়ামসন। সেখানে বিপিএল প্রসঙ্গ উঠে আসলে তামিম বলেন, ‘কেন তুমি তো জানো যে আমাদের নিজেদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে বিপিএল। এটা দুর্দান্ত একটু টুর্নামেন্ট, তো আমি চাই তুমিও এখানে এসে আমাদের টুর্নামেন্টে খেলো।’

বিজ্ঞাপন

তামিমের এমন কথায় রাজী হয়ে যান উইলিয়ামসনও। তারকা এই ক্রিকেটার বলেন, ‘আমি খুবই আগ্রহী। সময় বের করতে পারলে অবশ্যই চাই বিপিএল খেলতে। এখানে দারুণ প্রতিযোগিতা হয়। অনেক ভালো কিছু বিষয় আছে এই টুর্নামেন্টের। দেখা যাক কী হয়।’

অবশ্য কেবল উইলিয়ামসনই নন, এর আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসিকেও বিপিএল খেলতে আমন্ত্রণ জানিয়েছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম। তাতে ডু প্লেসিসও জানিয়েছিলেন ইতিবাচক আশারবাণী।

কেন উইলিয়ামসন তামিমের লাইভ শো তামিমের সঙ্গে লাইভ আড্ডায় বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর