Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমজ ভাইয়ের গল্প শোনালেন উইলিয়ামসন


২১ মে ২০২০ ১৭:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোগান উইলিয়ামসন, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের যমজ ভাই। কেনের থেকে মাত্র কয়েক মিনিটের ছোট লোগান। তামিম ইকবালের লাইভ শো’তে বৃহস্পতিবার (২১ মে) কেন শোনালেন সেই ভাইয়ের গল্প।

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্রিকেটের তিন ফরম্যাট জুড়েই দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। টেস্টে ৪র্থ, ওয়ানডে’তে ৭ম এবং টি-টোয়েন্টি’তে ১৬তম স্থানে অবস্থান আইসিসি’র র‍্যাংকিংয়ে। তবে তার যমজ ভাই লোগান উইলিয়ামসন তার পথ বেছে নেননি। যদিও ক্রিকেট খেলেন লোগানও।

তামিম ইকবাল লাইভে আড্ডার এক পর্যায়ে কেন উইলিয়ামসনকে জিজ্ঞাসা করেন, ‘অনেকে হয়তো জানে ন তোমার একটি যমজ ভাইও আছে। তো সে কি করে? ও কি তোমার মতো ক্রিকেট খেলে?’

বিজ্ঞাপন

যমজ ভাইয়ের কথা জানিয়ে কেন বলেন, ‘না আসলে ও আমার মতো ক্রিকেট খেলে না। তবে আমরা এক সঙ্গে থাকলে প্রায়ই ক্রিকেট খেলি। ও একজন হিসাব রক্ষক হিসেবে কাজ করছে। ও বিশ্ববিদ্যালয়ে গেছে, পড়াশোনা করেছে এছাড়াও আরও অনেক কিছু করেছে। ও ক্রিকেট খেলতো কিন্তু পেশা হিসেবে নেয়নি। আমরা এক সঙ্গে বড় হয়ে ওঠার সময় ক্রিকেট খেলেছি।’

কেন উইলিয়ামসন তামিমের লাইভ শো যমজ ভাই