না ফেরার দেশে চলে গেলেন ফুটবলার জাহিদের মা
২৩ মে ২০২০ ১৬:১৪
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ও শেখ জামাল ক্লাবের মিডফিল্ডার জাহিদ হোসেনের মা মোছা: নার্গিস বেগম আর নেই। শুক্রবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। ডায়বেটিস ও বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন করে বলে জানান জাহিদ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ২০১৬ সালে পিতা মো: লিয়াকত আলীকে হারান জাহিদ।
শুক্রবার রাত ১১ টায় মরহুমের জানাজা শেষে টাঙ্গাইলের ঘাটাইলে নিজ গ্রামের বাড়ীতে দাফন সম্পন্ন হয়েছে।
জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে ফুটবলাঙ্গণে। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের সভাপতি জনাব কাজী মো: সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক জনাব মো: আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
ufd