ঘৃণা ছড়াবেন না, সবাই বাংলাদেশের হয়ে খেলি
২৪ মে ২০২০ ০১:১০
শনিবার (২৩ মে) তামিমের আয়োজনের লাইভ শো’র শেষ এপিসোডে হাজির হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরও তিন নক্ষত্র মাশরাফি বিন মুর্ত্তজা, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ এপিসোডে এসে ভক্তদের কাছে অনুরোধের সুরে এই চার ক্রিকেটার জানালেন একক কোনো ক্রিকেটারের ভক্ত হলেও অন্য কোনো ক্রিকেটারের প্রতি যেন ঘৃণা না ছড়ায়।
তামিম ইকবাল প্রথমেই এই বিষয়টি তুলে বাকিদের এই ব্যাপারে কিছু বলতে অনুরোধ করেন। তামিম বলেন, ‘এখন দেখবেন যে প্রত্যেকটা ক্রিকেটারের যেমন তামিমিয়ান, মুশফিকায়ান, মাশরাফিয়ান এরকম গ্রুপ আছে। সব দর্শকের পছন্দের খেলোয়াড় থাকবে। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই গ্রুপের কারণে একজন আর একজনকে আক্রমণ করে বসেন। আর আমি সবাইকে অনুরোধ করব যেন এই আক্রমণ না করে। দেখেন আমরা সবাই এক বাংলাদেশের হয়ে খেলি। তো তামিমের সমর্থক মুশফিককে গালি দিবে আবার মুশফিকের সমর্থক তামিমকে গালি দিবে এটা ঠিক নয়।’
তামিমের সঙ্গে একমত পোষণ করে মাশরাফি বিন মুর্ত্তজা বলেন, ‘তামিম তোকে ধন্যবাদ এই বিষয়টা তোলার জন্য। আমারও অনেকবার মনে হয়েছে এটা নিয়ে কথা বলবো। আসলে আমাদের নিজের ক্ষতিটাই আমরা করছি। আমরা খেলি তো বাংলাদেশের জন্য, আপনাদের জন্য। গালি দিতে হলে সবাইকে এক সঙ্গে দেন, একজনকে আরেক জনের জন্য গালি দিয়েন না। ক্রিকেট জেন্টেলম্যান গেম, দর্শকরাও জেন্টেল হয়। আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে সব সময় ছিল আর কেবল এই ব্যাপারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা ক্রিকেট বিশ্বে আরও মাথা উচু করে দাঁড়াতে পারব।
টাইগারদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও এক সঙ্গে গলা মেলান তামিম-মাশরাফির সঙ্গে। তিনি বলেন, ‘কাঁদা ছোড়াছুঁড়ি করলে কারো কোনো লাভ হয়না, শেষ পর্যন্ত কাঁদা নিজের গায়েই লাগে। আমরা সবাইই বাংলাদেশ দলের হয়ে খেলি।’
বাকি তিনজনের কথার সঙ্গে একমত মিস্টার ডিপেন্ডেবলও। টাইগার সমর্থকদের অনুরোধ করেন তিনিও। মুশি বলেন, ‘আমরা বাংলাদেশ দলের হয়ে খেলি, আমার মনে হয় না দল কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য ম্যাচ জেতে কিংবা হারে। আমরা সবাই সমানভাবে অবদান রাখি। আমি কখনোই চাইব না যে আমার কোনো সমর্থক রিয়াদ ভাই বা মাশরাফি ভাই বা তামিম-সাকিবকে খারাপ বলবে। তাই আমিও সকলকে অনুরোধ করব যে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন।’
শো’র একদম শেষ দিকে এসে তামিম আরও বলেন, ‘কথাটা শেষে তোলা হলেও আমি আবারও বলতে চাই। সবারই একজন প্রিয় খেলোয়াড় থাকে, কেউ তামিমিয়ান, কেউ মুশফিকিয়ান, কেউ মাশরাফিয়ান বা সাকিবিয়ান এটা থাকবে এবং এটা খুব ভালো। কিন্তু আজকে আমি ভালো খেলছি বলে আপনি মুশফিককে বাজে কথা বলবেন বা মুশফিক ভালো খেললে আমাকে বাজে কথা বলবেন এটা ঠিক নয়। আপনারা দুইটা গ্রুপের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এটা করেন। একটা জিনিস আপনি যেই ইয়ানই (যার সমর্থকই হোন না কেন) একটা বিষয় মনে রাখবেন আমরা কিন্তু সবাই বাংলাদেশের হয়ে খেলি।’
তামিমের লাইভ শো তামিমের সঙ্গে লাইভ আড্ডায় মাশরাফি বিন মুর্ত্তজা মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম সমর্থকদের