Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফি নাকি মুশফিক কাকে বাঁচালেন তামিম?


২৪ মে ২০২০ ০২:০২

মুশফিকের সঙ্গে সেই বয়সভিত্তিক দলের থেকে বন্ধুত্ব আর মাশরাফির সঙ্গে জাতীয় দলে থেকে অনেক গাঢ় সম্পর্ক। নিজের লাইভ আড্ডার শেষ এপিসোডে নিজে ফেঁসে গেলেন তামিম। নিজের সব থেকে প্রিয় বন্ধু নাকি প্রিয় মানুষ দুইজনের মধ্যে কাকে বাঁচাবেন তামিম? এমন প্রশ্ন করে বড্ড প্যাঁচেই তামিমকে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

সাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে পঞ্চাপাণ্ডবের লাইভ আড্ডাটা হলো না। তবে তাতে কি উপস্থিত ছিলেন বাকি চারজন, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং মাশরাফি বিন মুর্ত্তজা। তামিমের শো’তে তাকেই প্রশ্ন করা হলো, বাংলাদেশ দলে তার সবচেয়ে প্রিয় বন্ধু কে? তামিম জবাবে দিলেন, ‘মুশফিক আছে। মাশরাফি ভাই আছেন। সাকিব আছে।’

বিজ্ঞাপন

তবে এরপরেই রিয়াদ চেপে ধরলেন তামিমকে। এবারের অবশ্য কে বেশি কাছের বন্ধু এমন প্রশ্ন নয়। ব্যাপারটিকে আরও গাঢ় করতে রিয়াদ জানালেন দুইজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। তামিমের প্রতি রিয়াদের প্রশ্ন, ‘একটা নৌকায় দুজন আছে মাশরাফি ভাই আর মুশি (মুশফিক)। একজনকেই বাঁচাতে পারবি। কাকে বাঁচাবি?’

তামিম যেন তখনই থমকে গেলেন। কাকে রেখে কার কথা বলবেন। একজন তার ছোটার বেলার বন্ধু আর একজনকে সে বন্ধুর থেকেও বেশি কিছু মনে করেন। শেষ পর্যন্ত অবশ্য বন্ধুকেই বেছে নিয়েছেন তামিম। তিনি বলেন, ‘মুশফিককে বাচাবো।’ যদিও এর আগে বেশ কিছুক্ষণ চুপ করেই ছিলেন তিনি। সে সময় তামিম বলেন, ‘যদি মাশরাফি ভাইর নাম না বলি মানুষ গালি দিবে।’

তখন অবশ্য রিয়াদ আবারও তামিমকে চাপ দিয়ে বলেন একজনকে বেছে নিতে হবে।

তামিমের লাইভ শো তামিমের সঙ্গে লাইভ আড্ডায় মাশরাফি বিন মুর্ত্তজা মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর