Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজিন সালেহকে টপকে রেকর্ড গড়লেন রশিদ খান


৪ মার্চ ২০১৮ ১৫:২২

সারাবাংলা ডেস্ক

কদিন আগেই সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে এক নম্বর বোলার হয়ে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের ‘হটকেক’ স্পিনার রশিদ খান। ১৯ বছর বয়সী এই তারকা স্পিনার এখন টি-টোয়েন্টিতেও সবচেয়ে কম বয়সী শীর্ষ বোলার। এবার আরেকটি রেকর্ডে নাম লেখালেন তিনি। এই রেকর্ড গড়ে পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে টপকে যাবার স্বাদ।

পরের বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাছাইপর্বে উতরাতে হবে আফগানিস্তানকে। সে লক্ষ্যে লড়ছে আফগানরা। দলের নিয়মিত অধিনায়ক আসগর স্তানিকজাই অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাবেন বলে বাছাইপর্বের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারছেন না। তার জায়গায় আফগানদের নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান। আজ (৪ মার্চ) জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরু হয়েছে রশিদ খানের নতুন ভূমিকা।

তার আগে ১৯ বছর ১৬০ দিন বয়সে (২৭ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন রশিদ খান। অফিসিয়ালি সেটা স্বীকৃতি না পেলেও স্কটিশদের বিপক্ষে ৪ মার্চ টস করতে নেমেই গড়লেন কম বয়সী অধিনায়কের বিশ্ব রেকর্ড।

এতোদিন যা ছিল বাংলাদেশের রাজিন সালেহর দখলে। ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর মাত্র ২০ বছর ২৯৭ দিন বয়সে বার্মিংহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন রাজিন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সে ম্যাচে রাজিনের নেতৃত্বে বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটের বড় ব্যবধানে।

২০ বছর ৩৪২ দিন বয়সে জিম্বাবুয়ের অধিনায়ক হয়েছিলেন টাটেন্ডা টাইবু। ২০০৪ সালের ২০ এপ্রিল বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ১২ রানে জিতেছিল শ্রীলঙ্কা। তবে, ৯৬ রানের অপরাজিত এক ইনিংস খেলে সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন টাইবু।

বিজ্ঞাপন

২১ বছর ১২৫ দিন বয়সে অধিনায়ক হয়েছিলেন আরেক জিম্বাবুইয়ান প্রোসপার উতসেয়া। হাবিবুল বাশারের নেতৃত্বে খেলা বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচে হারারেতে জিম্বাবুয়ে জিতেছিল ২ উইকেটের ব্যবধানে। এছাড়া, ২১ বছর ৩৩২ দিন বয়সে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব পেয়েছিলেন কেন উইলিয়ামসন আর ২১ বছর ৩৫৪ দিন বয়সে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়াকার ইউনিস।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর