Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লারা পুত্রের সঙ্গে নিজের মিল খুঁজলেন শচিন


২৮ মে ২০২০ ১৬:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সচল শচিন টেন্ডুলকার। ব্যক্তিগত ব্যস্ততা কম বলেই হয়তো! আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৩ সালে। তারপর আইপিএল ক্যারিয়ারটাও বেশি লম্বা করেননি। ক্রিকেটীয় ক্যারিয়ার শেষে অনেকে কোচিংকে পেশা হিসেবে বেছে নিলেও শচিন সেদিকে যাননি। পরিবারকে নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সফলতম ব্যাটসম্যানকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সচল’ শচিনের চোখ এড়ালো না ছোট্ট সন্তানকে নিয়ে ব্রায়ান লারার একটি পোস্টও।

সম্প্রতি ক্যারিবীয়ান কিংবদন্তি ব্রায়ান লারা তার ছোট্ট ছেলের ব্যাটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেন। লারার ছোট্ট ছেলের ভিডিও দেখে নিজেকে খুঁজেছেন শচিন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তির মতে, লারার ছেলের ব্যাটের গ্রিপ তার মতোই।

বিজ্ঞাপন

লারা ছেলের ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দেখো, সে যেভাবে ব্যাট গ্রিপ করছে মনে হচ্ছে সে বাঁহাতি ব্যাটসম্যান হতে চায়। তার মা তাকে ভালো পরামর্শ দিচ্ছে।’

শচিন পরে লারার ছেলের সঙ্গে নিজের ছোটবেলার ছবি জুড়ে দিয়ে রিটুইট করেছেন। ভারতীয় কিংবদন্তি লিখেছেন, ‘ব্রায়ান লারা আমি আরো একটি ছেলেকে চিনি যার গ্রিপও ছিলো একই রকম। সে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ করেনি।’

ব্র্যায়ান লারা শচীন টেন্ডুলকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর