Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা জেতার মন্ত্র জানালেন টনি ক্রুস


৪ জুন ২০২০ ১১:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের কারণে স্প্যানিশ লা লিগা বন্ধ হয়েছে গত মার্চের ১২ তারিখে। বহু আলোচনার পর স্প্যানিশ লিগ আবারও যখন শুরু হতে যাচ্ছে তখন রিয়াল মাদ্রিদ লিগ লিডার বার্সার থেকে দুই পয়েন্ট পিছিয়ে। সে হিসেবে বার্সার লিগ জয়ের সম্ভাবনা বেশিই বলা যায়। তবে রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার টনি ক্রুস বলছেন, করোনা পরিস্থিতির মধ্যে ফুটবলে মানিয়ে নিতে পারবে যারা শিরোপা জিতবে তারাই।

করোনা পরিস্থিতির মধ্যে ১১ জুন থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে লা লিগা। লিগ শুরুর ম্যাচে মুখোমুখি হবে রিয়াল বেটিস ও সেভিয়া। রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ১৪ জুন, প্রতিপক্ষ এইবার। নতুন করে মাঠে নামার লক্ষ্যে পুরদমে অনুশীলন করে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। অনুশীলনের ফাঁকে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রুস বলেন, ‘এই প্রথম আমাদের দর্শকশূন্য মাঠে খেলতে হবে। দেখা যাক কী হয়। নতুন পরিবেশের সঙ্গে যে দলটা ভালোভাবে মানিয়ে নিতে পারবে, তারাই শিরোপা জিতবে।’

বিজ্ঞাপন

কারা ভালো মানিয়ে নিতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে জার্মান মিডফিল্ডার বললেন, মানিয়ে নিতে কঠোর পরিশ্রমই করছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা, ‘প্রথম ম্যাচে সেরা অবস্থায় থাকার জন্য আমরা নিষ্ঠার সঙ্গে অনুশীলন করছি। এর বেশি আমরা করতে পারি না। পরিস্থিতি সবার জন্য একই রকমের। নিজেদের ফিটনেস নিয়ে কাজ করতে হবে, বল নিয়ে অনুশীলন করতে হবে এবং আমাদের একটা দল হয়ে খেলতে হবে, যেটা আমরা বাকি ১১ ম্যাচ সামনে রেখে অনুশীলনে করেছি।’

লা লিগার প্রতিটি দলের এখনও ১১ রাউন্ড করে খেলা বাকি। লিগ বন্ধের সময় শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ছিল ২৭ ম্যাচে ৫৮। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬।

টনি ক্রুস রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর