Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলায় ফিরতে টাইগারদের জন্য ক্যাম্পের পরিকল্পনা


৫ জুন ২০২০ ১৮:২৭

ঢাকা: সবকিছু ঠিক থাকলে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল বাংলাদেশি ক্রিকেটারদের। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ গেল মার্চ থেকে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহরা ঠিক কবে আবারও ক্রিকেটে ফিরবেন এই মুহূর্তে বলা মুশকিল। কারণ ইউরোপ, আমেরিকাতে করোনার প্রকোপ কমতে থাকলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তবুও স্বাস্থ্যবিধি মেনে দেশে নিশ্চয়ই ক্রিকেট ফিরবে। ক্রিকেটারদের ক্রিকেটে ফেরার আগে ৬ সপ্তাহর ক্যাম্পের কথা বললেন মিনহাজুল আবেদিন নান্নু।

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে করোনার মধ্যে ক্রিকেটে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক। করোনাকালে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বোর্ডের পক্ষ থেকে ঘরেই ফিটনেস উন্নতির নির্দেশনা দেওয়া হয়েছে, তবে তা কতটা বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে সন্দেহ। এসব কারণে ক্রিকেটে ফেরার আগে ক্রিকেটারদের লম্বা ক্যাম্প জরুরি মনে করছেন নান্নু।

তিনি বলেন, ‘ক্রিকেট কবে ফিরবে এখনো জানি না। করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। তবে ক্রিকেট মাঠে ফিরলে ৬ সপ্তাহের ক্যাম্প করা অত্যন্ত প্রয়োজন বলেই আমি মনে করি। ক্যাম্প হলে আমার বিশ্বাস এই দীর্ঘ বিরতির যে শারীরিক, মানসিক ও কৌশলগত ঘাটতি তা প্রাথমিকভাবে পুষিয়ে নেওয়া সম্ভব। আর এতে তিন ফরম্যাটের জন্যই একটি দল প্রস্তুত করা যাবে।’

ক্যাস্পের পরিকল্পনাও জানালেন প্রধান নির্বাচক, ‘শুরুতে ৩ সপ্তাহ চলবে ফিটনেস ট্রেনিং।  সেটি শেষ করে দুই সপ্তাহ থাকবে স্কিল ট্রেনিং। আর  বাকি এক সপ্তাহ সব কিছু এক সঙ্গে করা হবে। এতে করে এত দিন ক্রিকেটাররা বাসায় যাই করেছে সে ধারাবাহিকতা পুরো দমে ধরে রাখা সম্ভব হবে।’

মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বয়সভিত্তিক দলগুলোর ক্রিকেটারদেরও ক্যাম্প করানো হবে। তবে ক্যাম্প হতে পারে ধাপে ধাপে। প্রধান নির্বাচক বলেন, ‘আমরা জাতীয় দল, ‘এ’ দল, এইচপি, অনূর্ধ্ব-১৯ সবার জন্যই এই ক্যাম্প আয়োজন করার চিন্তা করেছি। তবে এক বারে তো সম্ভব হবে না। পরিস্থিতি ও গুরুত্ব বিবেচনায় যে দলের আগে প্রয়োজন হবে সেভাবেই করা হবে।’

চিকিৎসক, ফিজিওদের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই ক্যাম্পের পরিকল্পনা করা হবে। তবে বিষয়টি যে এখনই সম্ভব না সেটিও জানালেন মিনহাজুল, ‘আমরা এখনো কত জনকে ডাকবো বা কাদের ডাকবো তা ঠিক করিনি। এর কারণ আমরা মেডিকেল বিভাগ থেকে একটা পরিকল্পনা পাবো। চিকিৎসক ও ফিজিওরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে একটা পরিকল্পনা দেবে যে কিভাবে কতজন নিয়ে আমরা ট্রেনিং সেশন শুরু করতে পারবো। সেই হিসেবে আমরা দলগুলোকে ডাকবো। এটি এখনই করা সম্ভব নয়।’

বিজ্ঞাপন

করোনা করোনাভাইরাস ক্রিকেট মিনহাজুল আবেদিন নান্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর