ইতালিতে ফুটবল ফিরছে ১২ জুন
৫ জুন ২০২০ ২১:২৭
করোনাভাইরাসের প্রকোপে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগের মধ্যে ইতালিয়ান ‘সিরি আ’ সবার আগে বন্ধ হয়েছিল। মাস তিনেক বন্ধ থাকার পর ইতালির শীর্ষ লিগটি পুনরায় শুরু হচ্ছে আগামী ২০ জুন। ইতালিতে ফুটবল অবশ্য ফিরছে তার আগেই। স্থগিত থাকা কোপা ইতালিয়া শুরু হচ্ছে আগামী ১২ জুন।
বৃহস্পতিবার (৪ জুন) ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা কোপা ইতালিয়ার সেমিফাইনাল ও ফাইনালের সূচি প্রকাশ করেছেন। প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে ১২ জুন, সেদিন ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালাদের জুভেন্টাসের মুখোমুখি হবে এসি মিলান। পরের দিন মাঠে গড়াবে দ্বিতীয় সেমি। মুখোমুখি হবে নাপোলি ও ইন্টার মিলান। ১৭ জুন রোমে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
পূর্ব সূচি অনুযায়ী কোপা ইতালিয়ার সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৩ ও ১৪ জুন। ‘সিরি আ’ কর্তৃপক্ষের অনুরোধে সূচি একদিন করে এগিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার লিগের কয়েকটি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। আগেই জানানো হয়েছিল, আগামী ২ আগস্টের মধ্যেই শেষ করা হবে এবারের লিগ।