Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএস ওপেন নিয়ে সংশয় নাদাল-জকোভিচের


৬ জুন ২০২০ ১৩:৫০

একটি মাত্র গ্র্যান্ড স্ল্যাম বেশি জিতে রাফায়েল নাদালের ওপর বসে আছেন কিংবদন্তী রজার ফেদেরার। তবে সম্ভবনা ছিল নিজের প্রিয় লাল মাটির ফ্রেঞ্চ ওপেন জিতে ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসানোর। অন্যদিকে নিজেকে আরও উপরে নিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন নোভাক জকোভিচও। তবে তাদের সব ভাবনায় যেন ছেঁদ করেছে করোনাভাইরাস।

করোনাভাইরাসের জন্য পিছিয়ে না গেলে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় সপ্তাহ চলত এখন। যে সময়টাতে ফ্রেঞ্চ ওপেনে লড়াইয়ের কথা ছিল নাদাল, জকোভিচের সেই সময়টাতেই ঘরে বসে কাটাতে হচ্ছে তাদের। এর মধ্যে অবশ্য অল্প অনুশীলন কিছুটা শুরুও করেছেন, তবে ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে যাওয়ায় আর ইউএস ওপেন নিয়ে সংশয় কাটছেই না তাদের।

বিজ্ঞাপন

ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে যাওয়ার পর আলোচনা চলছে ইউএস ওপেন শুরু নিয়েও। তবে সংশয় পিছিয়ে যেতে পারে ইউএস ওপেনও। এ  ব্যাপারে নাদাল বলেন, ‘যদি আজ আমাকে প্রশ্ন করেন ইউএস ওপেন হওয়ার সম্ভাবনা কতটা? তা হলে বলব, সম্ভাবনা দেখছি না।’

গেল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে নাদাল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘হয়তো আশাই করতে পারি, দু’মাস পরে টুর্নামেন্ট হতে পারে। তবে দেখতে হবে ভাইরাসের সংক্রমণ কতটা আটকানো গিয়েছে। নিউ ইয়র্কের পরিস্থিতি কেমন থাকে মাস দু’য়েক পরে সেটাও দেখতে হবে।’

অন্যদিকে করোনাভাইরাসের শুরু থেকেই বেশ উদ্বিগ্ন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। তিনিও সন্দিহান ইউএস ওপেনের এবারের আসর নিয়ে। জকোভিচ বলেন, ‘আমি জানি এবং বুঝি যে টুর্নামেন্ট শুরু করাটা কতটা গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টের সঙ্গে অনেক অর্থনৈতিক বিষয় যুক্ত রয়েছে। অনেক সংস্থা চাইছে টুর্নামেন্ট মাঠে গড়াক কিন্তু আমাদের পরিস্থিতি সম্পর্কেও ধারণা রাখতে হবে।’

বিজ্ঞাপন

জকোভিচ আরও বলেন, ‘আমাদের সবকিছু নিয়ে সতর্ক থাকতে হবে। এই মহামারি নিয়ন্ত্রণে আসলে আমরা মাঠে ফিরতে চাই। তবে সেই সঙ্গে নিউ ইয়র্কের অবস্থাও আমাদের ভাবনায় রাখতে হবে।’

নাদাল-জকোভিচ দু’জনই মনে করেন, টেনিস পুনরায় শুরু হলেও দু’টি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার নিশ্চয়তা এবং তার সঙ্গে দেখা প্রত্যেকে যেন আন্তর্জাতিক বিমানে যাতায়াত করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে পুরোপুরি সুরক্ষিত থাকার মতো পরিস্থিতি তৈরি না হলে সেখানে টেনিস আবার শুরু করা যাবে না। তার সঙ্গে প্রত্যেক দেশ থেকে খেলোয়াড়রা যেন সুরক্ষিত ভাবে প্রতিযোগিতায় আসতে পারে, সেটাও একটা ব্যাপার। এমনটাই মনে করেন এই দুই মহাতারকা।

ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিস নোভাক জকোভিচ রাফায়েল নাদাল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর