Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেভান্ডোফস্কির রেকর্ডে শিরোপার আরও কাছে বায়ার্ন


৭ জুন ২০২০ ১২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার বিরতি থেকে ফিরে যেন আরও বিধ্বংসী হয়েছে বায়ার্ন মিউনিখ। দলের জয়ের সঙ্গে সঙ্গে গোল ক্ষুধাও বেড়েছে বাভারিয়ান খেলোয়াড়দের। স্থগিত হওয়া মৌসুম পুনরায় শুরুর পর তিন ম্যাচের সবক’টিতেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। আর সেই সঙ্গে তিন ম্যাচে গোল করেছে মোট ৭টি। তাতেই লিগ জয়ের আরও এক ধাপ কাছে চলে গেল রবার্ট লেভান্ডফস্কিরা।

বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলে উড়িয়ে টানা অষ্টমবারের মতো জার্মান বুন্দেস লিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। এছাড়াও নিজের ক্যারিয়ার সেরা মৌসুমও পার করছেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কি। তৃতীয়বারের মতো বুন্দেস লিগায় এক মৌসুমে ৩০ গোল করলেন তিনি।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ২১ ম্যাচে মাত্র এক পরাজয় হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। তবে লেভারকুসেনের বিপক্ষে স্কোরলাইন দেখে জয়টা সহজ মনে হলেও আসলে মাঠের খেলায় ছিল ভিন্নতার ছাপ। শনিবার (০৬ জুন) দর্শকশূন্য ঘরের মাঠ বে অ্যারেনায় ম্যাচের ৯ মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার লুকাস আলারিওর গোলে এগিয়ে যায় লেভারকুসেন। গোল শোধ করতে মরিয়া বায়ার্ন সময় নেয় ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত। কিংসলে কোম্যানের গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা।

এরপর প্রথমার্ধের শেষ দিকে ৪২ মিনিটে লিওন গোরেতজেকা এবং অতিরিক্ত সময়ে সার্জিও জিন্যাব্রি গোল করলে ১-৩ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও ক্ষুরধার আক্রমণ বায়ার্নের। ৬৬ মিনিটে এবারের মৌসুমে লিগে নিজের ৩০তম গোলের দেখা পান রবার্ট লেভান্ডফস্কি। এর মাধ্যমেই জার্মান কিংবদন্তি গার্ড মুলারের পর বুন্দেসলিগায় টানা তিন আসরে ৩০ বা তার বেশি গোলের কীর্তি স্পর্শ করলেন পোলিশ স্ট্রাইকার।

ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে গোল করে ব্যবধান ৪-২ এ নামিয়ে আনেন লেভারকুসেনের ফ্লোরিয়ান উইর্টজ।

৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্নের শিরোপা জিততে চাই আর মাত্র ২ জয়। বায়ার্ন ডর্টমুন্ড এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আর লেভারকুসেন ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে পঞ্চম স্থানে।

বায়ার্ন মিউনিখ বুন্দেস লিগা রবার্ট লেভান্ডফস্কি

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর