Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াসিমের চোখে আইপিএলের থেকে যেদিকে এগিয়ে পিএসএল


৭ জুন ২০২০ ১৩:০৪

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টি’র যাত্রা শুরুর পরেই ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল’র যাত্রা শুরু। একে একে কেটেছে এক যুগ। বিশ্বের সব থেকে জাকজমকপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্টের তকমাও নিজেদের করে রেখেছে আইপিএল। জাকজমক কিংবা প্রতিদ্বন্দ্বিতা সবদিক থেকেই পাকিস্তানের পিএসএল থেকে এগিয়ে আইপিএল। তবে কিংবদন্তী ওয়াসিম আকরাকে বিদেশি ক্রিকেটাররা বলেছেন, আইপিএলের চেয়ে পিএসএল’র বোলিংয়ের মান ভালো।

বিজ্ঞাপন

আইপিএল এবং পিএসএল দুই লিগেই বোলিং কোচের ভূমিকায় দেখা গেছে ওয়াসিম আকরামকে। সম্প্রতি পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলির সঙ্গে ইউটিউবে আড্ডায় প্রতিবেশি দুই দেশের লিগ নিয়ে নিজের অভিমত তুলে ধরেন ওয়াসিম।

তিনি বলেন, ‘আমি পাঁচ বছর হলো পিএসএলের সঙ্গে যুক্ত আছি। বিদেশি ক্রিকেটারদের কাছে জানতে চেয়েছিলাম, আইপিএল আর পিএসএলের মধ্যে পার্থক্য কোথায়। তারা সবসময়ই বলেছে, ‘পিএসএলের বোলিংয়ের মান দুর্দান্ত।’ আইপিএলে অন্তত একজন বোলার আছে যাকে আক্রমণ করা যায়। বিদেশি খেলোয়াড়দের মতে, পিএসএলে বোলিংয়ের মান আইপিএলের চেয়ে অনেক ভালো।’

তবে দুই লিগের মধ্যে তুলনা করে কোনো বিতর্কের সৃষ্টি করতে চাননি ওয়াসিম। তাই তো তিনি বললেন, ‘আইপিএলের পর বিশ্বের দ্বিতীয় সেরা টি-টোয়েন্টি লিগ পিএসএল। দুই লিগের তুলনা করা ঠিক নয়। পিএসএল শুরু হয়েছে কেবল পাঁচ বছর হলো। আর আইপিএল ১১-১২ বছর ধরে চলছে। অর্থের ছড়াছড়ি সেখানে। আইপিএল অনেক পরিণত। আইপিএলের পর বিশ্বের দ্বিতীয় সেরা ঘরোয়া টি-টোয়েন্টি লিগ অবশ্যই পিএসএল।’

আইপিএল ওয়াসিম আকরাম পিসিএল বোলিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর