Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেডারেশনগুলো খুলছে স্বল্প পরিসরে, জুলাইয়ের আগে কোন খেলা নয়


৭ জুন ২০২০ ১৬:৩৮

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের সরকারি নির্দেশনা মেনে অবশেষে খুলতে শুরু করেছে ক্রীড়া ফেডারেশনগুলোর দরজা। টানা ৬৬ দিন পর আনুষ্ঠানিকভাবে ফেডারেশনগুলো খুলতে শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনেই স্বল্প পরিসরে ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখতে খোলা হচ্ছে ক্রীড়ার অফিসগুলো। তবে জুলাইয়ের আগেই কোন খেলাধুলা মাঠে গড়ানোর নির্দেশনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে।

স্বাস্থ্যবিধি মেনেই অফিস কার্যক্রম চালাতে পারবে ফেডারেশনগুলো। পুরোদমে অবশ্য কোথাও কাজ শুরু হয়নি এখনও। শিডিউল করে প্রয়োজন অনুসারে কর্মকর্তা-কর্মচারী অফিসে থাকার অনুমতি আছে। প্রয়োজনের বেশি নয়।

যারা অফিসে আসছেন সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করছেন।

ফেডারেশনগুলো খুললেও জুলাইয়ের আগে কোন খেলা মাঠে না নামানোর নির্দেশনা দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে। মাঠের খেলা শুরু করার আগে দেশের পরিস্থিতি বিবেচনায় রেখে অন্তত জুন মাসটা দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘জুলাইয়ের আগে কোন খেলা নয়।’

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মার্চ মাসেই স্থগিত করতে হয় দেশের সব খেলাধুলা। এবং আপদকালীন বন্ধ থাকে ফেডারেশনগুলোও। এগুলো এখন খুলতে শুরু করেছে সীমিত আকারে।

সারাবাংলা/জেএইচ

করোনা ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রীড়া ফেডারেশন খেলা খোলা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর