এক ছিলেন ব্র্যাডম্যান, এখন কোহলি?
৯ জুন ২০২০ ১২:৫৪
বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটারদের তালিকায় সবার শীর্ষেই থাকবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অবশ্য কেবল বর্তমান সময়ের সেরাই নয়, বিরাট কোহলিকে এখনই অনেকে সর্বকালের সেরাদের একজন মনে করেন। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভারতের এই অধিনায়ক। আর তাই তো লঙ্কান কিংবদন্তী কুমারা সাঙ্গাকারার মতে ডন ব্র্যাডম্যানের পর সেরা হতে পারেন ভারতীয় অধিনায়ক।
স্বনামধন্য ধারাভাষ্যকার রাধাকৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে ইউটিউবে আলাপকালে কোহলিকে নিয়ে এমন মন্তব্য করেন সাবেক এই লঙ্কান উইকেটরক্ষক ব্যাটমস্যান। তিনি জানিয়েছেন কোহলিকে তার অনেক পছন্দ।
সাঙ্গাকারা বলেন, ‘বিরাটের সম্পর্কে অপছন্দ করার কিছু নেই। সে এমন একজন যাকে আমি অনেক শ্রদ্ধা করি এবং এরই মধ্যে সে নিজেকে দুর্দান্ত একজন খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। সম্ভবত ডন ব্র্যাডম্যানের পর সেরা হওয়ার সুযোগ তার আছে।’
কেবল নামের পাশের পরিসংখ্যান দেখেই কোহলিকে পছন্দ করেননি সাঙ্গা। তবে কেন তাকে এত পছন্দ করলেন সাঙ্গা যে ডন ব্র্যাডম্যানের পাশের সিটেই বসিয়ে দিতে রাজী আছেন তিনি? ব্যাখ্যা দিয়েছে সেটিরও। সাঙ্গা বলেন, ‘বিরাটের যে বিষয়টি আমি সবচেয়ে বেশি পছন্দ করি, তা হলো তার আবেগ, আর ব্যক্তিত্ব। অধিনায়ক হিসেবে হোক কিংবা একার লড়াই, তাকে মাঠে আবেগ প্রকাশে ভয় পেতে দেখা যায় না। সে চেষ্টা করে ভারতকে জেতাতে। সে আগেকার ঘরানার একজন ক্রিকেটার, উচ্চাভিলাষী শট খেলে না। কেবলমাত্র আগেকার ঘরানার ক্রিকেটীয় শট খেলেন, তবে অনেক কার্যকর ও অবিশ্বাস্যভাবে সামঞ্জস্যপূর্ণভাবে।’
কোহলি কেবল ব্যাটিং পরিসংখ্যান দিয়েই নিজেকে অনন্য করেননি সেই সঙ্গে একজন ক্রিকেটারের ফিটনেস কেমন হওয়া উচিৎ সেটিও দেখিয়েছেন। সাঙ্গার ধারণা ফিটনেসের কারণে কোহলি বিশ্বের অন্য ক্রিকেটারদের থেকে আলাদা। বিশেষ করে মাঠে এবং মাঠের বাইরে সেরা হওয়ার জন্য শারীরিক, মানসিক শক্তি তাঁকে এগিয়ে রেখেছে বলে বিশ্বাস সাবেক এই লঙ্কান অধিনায়কের।
তাই তো কোহলির ফিটনেস নিয়ে কথা বলতেও কার্পণ্য করেননি সাঙ্গাকারা। তিনি বলেন, ‘সে অবিশ্বাস্য রকমের ফিট। মাঠের ভেতর ও বাইরে সেরা হওয়ার জন্য শারীরিক, মানসিক ও স্কিলের দিক থেকে তার আশ্চর্য দায়বদ্ধতা ও আত্মনিবেদনের কথা আমি জানি, দেখেছি ও শুনেছি। সে বিরল ধরনের ক্রিকেটারদের একজন এবং অনুপ্রেরণাদায়ক। আমার দেখা তিন সংস্করণের অন্যতম সেরা।’
সব মিলিয়ে কোহলিকে ব্র্যাডম্যানের পাশে বসাতে বেশ আগ্রহী সাঙ্গাকারা। অবশ্য পরিসংখ্যান যে সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় আরেক কিংবদন্তী শচীন টেন্ডুলকারের ১০০ শতকের রেকর্ড কেউ যদি ভাঙতে পারে সেটা কেবল কোহলিই এমনটাও বলতে শোনা গেছে অনেক বিশেষজ্ঞদের।
কুমার সাঙ্গাকারা বিরাট কোহলি সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান