Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনই শিরোপা দেখছেন না বার্সা কোচ


৫ মার্চ ২০১৮ ১৪:২৭

সারাবাংলা ডেস্ক

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোবরার রাতের ম্যাচে বার্সেলোনার জয়ের পাশাপাশি লিওনেল মেসি ছুঁলেন নতুন মাইলফলক। ক্যারিয়ারের ৬০০তম গোলে ম্যাচ জেতালেন আর্জেন্টাইন তারকা। লা লিগার এখন ১১ মাচ বাকি, এখনই কাতালানরা এগিয়ে ৮ পয়েন্টে। তবে বার্সা কোচ আরনেস্তো ভালভারদে বলছেন, এখনো লিগ জেতার অনেক পথ বাকি।

তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পেরে অনেকটা খুশিই আছেন বার্সা কোচ, ‘আমি গর্বিত, কারণ প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে আমরা সবার শীর্ষে। শিরোপার দৌড়ে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। তবে ৮ পয়েন্ট এগিয়ে থাকার মানে এই নয় যে আমরা শিরোপা জিতে গেছি। আমরা এগিয়ে আছি। দেখা যাক ভবিষ্যতে কি আছে।’

লিগ যে এখনো শেষ হয়নি সেটাই মনে করিয়ে দিচ্ছেন ভালভারদে, ‘মৌসুমের এখানেই শেষ নয়। শেষ পর্যন্ত খেলা নিয়ে ভাবতে হবে। তবে এটা ঠিক যে আমরা অনেকদূর এগিয়ে আছি’

ইনজুরিতে পড়ে দলের বাইরে কিছুদিন থাকতে হবে ইনিয়েস্তাকে। আগামী মাস পর্যন্ত দলের বাইরে থাকবেন এই স্প্যানিশ তারকা। পিকেও পড়েছেন ইনজুরিতে, এ নিয়ে অবশ্য খুব একটা ভাবছেন না বার্সা কোচ, ‘এটা বড় কোনো সমস্যা নয়, দুই-তিন সপ্তাহের মধ্যেই তারা পুরোপুরি সেরে উঠবে।’

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর