Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযোগ অস্বীকার শান্তর, আকরাম বললেন ব্যাপার না!


১০ জুন ২০২০ ১৩:১৪

গতকাল বাংলাদেশ ক্রিকেটের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে নিয়ে একটি অভিযোগ উঠেছে। অভিযোগটি এমন-করোনারকালে যেখানে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করেছেন সেখানে তিনি এসকল নিষেধাজ্ঞা অমান্য করে ক্রিকেট খেলছেন! ৯ জুন নিজ জেলা রাজশাহীর মতিহার থানার ভাল্লুকপুকুর ও কুখুন্ডির মধ্যকার প্রীতি ম্যাচে কুখুন্ডির হয়ে খেলেছেন লাল সবুজের এই তরুণ ব্যাটসম্যান। এবং অনুমতিভাবেই সেখানে তিনি ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়টি বিসিবি পর্যন্তও গড়িয়েছে! দেশের এক অনলাইন পোর্টাল মারফৎ খবরটি শুনে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘সে খুবই বাজে করেছে। আমরা দেখব বোর্ড কী সিদ্ধান্ত নেয়।’ কিন্তু শান্ত বলছেন বিষয়টি একেবারেই সঠিক নয়।

বুধবার (১০ জুন) সারাবাংলাকে শান্ত আত্মপক্ষ সমর্থন করে জানান, ‘বিষয়টা পুরোপুরিই ভুল। আমি আসলে করোনার কারণে গ্রামে থাকছি। শহরে থাকাটা ঝুঁকিপূর্ণ মনে করছি বলেই গ্রামে এসেছি। কারণ এখানে বাসার আশেপাশে খোলামেলা, চাইলে একটু হাঁটতে বেরুতে পারি। এবং করোনার যে পরিস্থিতি তাতে আমাদের এখানটা অনেক ভালো আছে। রাজশাহী শহরের বাসায় আমি বেশ কিছুদিন ছিলাম। ওখানে ভালো লাগছিল না বলেই গ্রামের বাড়িতে এসেছি।’

‘আমি সিরিয়াস টাইপের খেলা খেলেছি বিষয়টা এমন না। আপনি নিশ্চই জানেন গ্রামে টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে। আমার ছোট বেলায় বাড়ির পাশে যেখানে যাদের সঙ্গে খেলতাম তারা সময় কটানোর জন্য খেলছিল। তারা আমাকে অনুরোধ করে বলল, তুই খেললে আমাদের ভালো লাগত। তো আমি মাত্র আধাঘণ্টা খেলি এবং সেটা সামাজিক দূরত্ব মেনেই। বোলার বল করেছে আমি শুধু বাটিং করেছি। এই তো।’

এদিকে শান্ত’র বক্তব্য আকরাম খানকে অবহিত করা হলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘এখন আর কি করার বলেন? যেহেতু সে সামাজিক দূরত্ব মেনে সময় কাটাতে টেনিস বলে আধাঘণ্টা খেলেছে এটা আর তেমন গুরুতর কি?’

আকরাম খান করোনাভাইরাস নাজমুল হোসেন শান্ত নিষেধাজ্ঞা অমান্য করে ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর