Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫২ কোটি টাকার লড়াইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান টাইসনের


১০ জুন ২০২০ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাত্র ২০ বছর বয়সেই বিশ্ব হ্যাভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতে গড়েন রেকর্ড। সর্বকনিষ্ঠ বক্সার হিসেবে এই চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। এরপর টানা ১৯টি লড়াই জিতে নিজেকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। ১৯৮৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত বক্সার হিসেবে লড়েছেন তিনি। তবে আবারও গুঞ্জন শোনা যাচ্ছে ৫৩ বছর বয়সী মাইক টাইসন ফিরবেন লড়াইয়ে।

সম্প্রতি তার কোচ রাফায়েল করদেইরো জানিয়েছেন এমনটাই। এছাড়াও কিছুদিন আগেই সাবেক এক ইউএফসি ফাইটারের বিপক্ষে লড়াইয়ের প্রস্তাব পান টাইসন। তবে তা নাকোচ করে দেন এই ফাইটার। ইউএফসি ফাইটারের বিপক্ষে লড়াইয়ের জন্য মোটা অংকের টাকাও তাকে প্রস্তাব দেওয়া হয়।

বিজ্ঞাপন

১৮ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব নাকোচ করে দেন টাইসন। বাংলাদেশি মুদ্রায় ১৫২ কোটি ১২ লাখ ৮৯ হাজার টাকারও বেশি। প্রস্তবা প্রত্যাখ্যান করার ব্যাপারে টাইসনের কোচ বলেন, ‘সে বক্সিংয়ে লড়াইয়ের জন্য অনুশীলন করছে। গ্লভস হাতে যখন সে ফেরার জন্য প্রস্তুত হবে তখনই লড়াই করবে।’

বেয়ার নাকেল ফাইটিং চ্যাম্পিয়নশিপ কোম্পানি টাইসনকে এই প্রস্তাব দিয়েছিল। তবে নিজেকে প্রস্তুত মনে না করায় তা প্রত্যাখ্যান করেন কিংবদন্তী এই বক্সার।

আমেরিকান বক্সার কিংবদন্তী বক্সার মাইক টাইসন লড়াইয়ে ফিরছেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর