Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াইড বলেও ফ্রি হিট!


১০ জুন ২০২০ ১৯:৩৪

বলা হয় ক্রিকেটের অধিকাংশ নিয়মই এখন ব্যাটসম্যানদের পক্ষে। এসব নিয়মের মধ্যে ‘ফ্রি-হিট’ অন্যতম। ফ্রি-হিট ব্যাটসম্যানদের জিভে জল চলে আসার মতো এক বিষয়। কেননা রান আউট ছাড়া অন্য কোনো আউট নেই এই বলে। লোভনীয় এই নিয়মের ব্যাপ্তি নাকি আরও বাড়তে যাচ্ছে!

২০০৭ সালের অক্টোবর থেকে ফ্রি-হিটের নিয়ম চালু হয়েছে। প্রথমে ওভারস্টোপিং নো বলে ফ্রি-হিট পেতেন ব্যাটসম্যানরা। ২০১৫ সাল থেকে সব ধরনের নো বলেই ফ্রি-হিটের নিয়ম করা হয়েছে। এবার ওয়াইড বলেও ফ্রি-হিটের নিয়ম হতে পারে। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে নয়, অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওয়াইড বলে ফ্রি-হিটের নিয়ম চালুর কথা হচ্ছে।

ওয়াইড বলে ফ্রি-হিটের পাশাপাশি দর্শক আগ্রহ বাড়াতে এবং লিগ আরও আকর্ষণীয় করতে মোট ছয়টি পরিবর্তনের কথা চিন্তা করছেন আয়োজকরা। আগামী জুলাইয়ে হতে যাওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) ও আম্পায়ারদের বৈঠকে এই প্রস্তাব তুলবেন বিগ ব্যাশ কর্তৃপক্ষ। তাতে সমর্থন পেলেই বিগ ব্যাশে চালু হবে নতুন ছয় নিয়ম।

প্রস্তাব তুলতে যাওয়া ছয় নিয়ম হলো-

  • ওয়াইড বলে ফ্রি-হিট।
  • প্রতি ইনিংসের প্রথম ১০ ওভারের পারফরম্যান্সে হিসেবে বোনাস পয়েন্ট।
  • ছয় ওভারের পাওয়ার প্লে চার ও দুই ওভার করে ভাগ করা হবে।
  • প্রতি পাঁচ ওভার পর পর ক্রিকেটারদের জন্য স্ট্র্যাটেজি ব্রেক।
  • ইনিংসের ১০ ওভার শেষে বদলি খেলোয়াড় নামানো।
  • বিদেশি ক্রিকেটারদের ড্রাফটের নিয়মে পরিবর্তন।

অবশ্য নিয়ম পাল্টানোর চেয়ে ক্রিকেট কবে নাগাদ মাঠে ফিরে এই মুহূর্তে সেটাই বড় প্রশ্ন। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে যথাসময়ে বিশ্বকাপ নিয়ে শঙ্কিত অনেকেই।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট ওয়াইড বলে ফ্রি হিট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর