নিয়ম ভেঙে জন্মদিনের পার্টিতে বার্সেলোনা তারকা
১০ জুন ২০২০ ২০:৪০
সবকিছু ঠিক থাকলে একদিন পর পুনরায় মাঠে গড়ানোর কথা স্প্যানিশ লা লিগার। তার আগে বিতর্কিত হলেন বার্সেলোনার তরুণ রাইট ব্যাক নেলসন সেমেদো। স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, লক-ডাউনের নিয়ম ভেঙে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ২৬ বছর বয়সী তরুণ।
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় স্পেন অন্যতম। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ত্রিশ হাজার মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ। এসবকে পাশ কাটিয়ে আবারও ফুটবল মাঠে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে দেশটিতে। এই উদ্যোগ সফল করতে কঠোর স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে ফুটবলারদের। বাসস্থান থেকে শুরু করে অনুশীলন পর্যন্ত কার্যত আলাদা থাকতে বলা হয়েছে ফুটবলার ও স্টাফদের।
দেশের সার্বিক কার্যক্রম শুরুর লক্ষ্যে বিভিন্ন সময়কে বিভিন্ন ধাপে ভাগ করেছে স্প্যানিশ সরকার। সে হিসেবে বর্তমান সময়ে ১৫ জনের বেশি মানুষ এক জায়গায় একত্রিত হওয়ার অনুমতি নেই। সেমেদো সেই নিয়ম মানেননি।
বার্সেলোনা তারকার জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। গত সোমবারের সেই ছবিগুলোতে সেমেদোকে বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করতে দেখা গেছে। বার্সা তারকা যেখানে রাতের খাবার খেয়েছেন সেখানে ২০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। এমন কাণ্ডে পর্তুগিজ তরুণের কপালে শাস্তি জোটে কিনা সেটাই এখন দেখার বিষয়। বার্সেলোনার পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনো কিছু বলা হয়নি।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে পুনরায় মাঠে গড়ানোর কথা রয়েছে স্প্যানিশ লা লিগা। লিগের প্রতিটি দলের এখনো ১১ রাউন্ড করে খেলা বাকি রয়েছে। করোনাভাইরাসের কারণে লিগ বন্ধ হওয়ার সময় রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। ২৭ ম্যাচে কাতালান ক্লবটির পয়েন্ট ছিল ৫৮, রিয়ালের ৫৬।