Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সিদ্ধান্ত জানাতে পারেনি আইসিসি


১০ জুন ২০২০ ২২:৪০ | আপডেট: ১১ জুন ২০২০ ০৪:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যতটা গর্জালো ঠিক ততটা বর্ষালো না! দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের করা সংবাদ দেখে ধারণা করা হচ্ছিল আজকের আইসিসি সভাতেই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। হয় এসপার নয় ওসপার। কিন্তু কিসের কি? ৫ ঘণ্টা বৈঠক হলো ঠিকই অথচ বিশ্বকাপ মাঠে গড়ানো নিয়ে কোনো সিদ্ধান্তেই আসতে পারল না বিশ্ব ক্রিকেটের ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা! বরং উল্টো অপেক্ষা বাড়ল।

বৈশ্বিক মহামারি করোনায় সৃষ্ট পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ এবং ২০২১ নারী বিশ্বকাপ হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে জুলাইয়ের আইসিসি সভা পর্যন্ত। তার আগ পর্যন্ত কোভিড-১৯ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আইসিসি।

বিজ্ঞাপন

বুধবারের (১০ জুন) এই সভায় শুধুই আলোচনা হয়েছে করোনা পরিস্থিতিতে কি করে ২০২০ টি-টোয়েন্টি ২০২১ নারী বিশ্বকাপ আয়োজন করা যায়। এবং সে জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আবার তারা এটাও বলছে নির্ধারিত সময়েই তারা টুর্নামেন্ট দুটো মাঠে গড়ানোর পরিকল্পনা করছে। এবং এ বিষয়ে আগামি মাসে আরো একটি বৈঠক হবে। তার আগে করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি অবহিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সিদ্ধান্ত জানায়নি আইসিসি